Rat Jaga Pakhi(রাত জাগা পাখি) Bangla Lyrics LRB Band Ayub Bachchu.
Song : Rat Jaga Pakhi
Vocal : Ayub Bachchu
Lyrics : LRB Band
Label : Elias Mahmood Polash
Rat Jaga Pakhi Bangla Lyrics
রাত জাগা পাখী হয়ে
জেগে আছি তুমি আমি
তুমিও কি তাই ভাবছ এখন
যা ভেবেছি আমি
সারাটি ক্ষণ
মনে পড়ে আজ সেই
প্রেমের প্রথম দিন
ভালোবাসার যত উপমা ছিল
বলেছি তোমাকে সেই দিন।
সেই দিন থেকে আমি
এই বুকের গভিরে
সুখে দুঃখে তোমাকে এই অন্তরে
অনুভব করেছি।
তুমিও কি তাই ভাবছ
এখন যা ভেবেছি আমি
সারাটি ক্ষণ
যে কটা দিন আর
বাকী আছে জীবনে
তুমি সৃতি হয়ে রবে মিশে
আমাতে সেখানে
একই অনুভব বয়ে চলেছি দুজন
তোমাকেই ঘিরে স্বপ্ন আমার
থাকবে বাকিটা জীবন
তুমিও কি তাই ভাবছ
এখন যা ভেবেছি আমি
সারাটি ক্ষণ।।
Rat Jaga Pakhi Bangla Lyrics
Rat jaga pakhi hoye
Jege aci Tumi ami
Tumio ki vabco ekhon
Ja vebechi ami
Sarati khon
Mone pore aj sei
Premer prothom din