Rokte Lekha Chithi(রক্তে লেখা চিঠি) Bangla Lyrics By RA Azmir
Song : Rokte Lekha Chithi
Vocal : RA Azmir
Lyrics : Md Al Amin
Tune : RA Azmir
Music : Sikder Akash
Label : Next Entertainment
Rokte Lekha Chithi Bangla Lyrics
রক্তে লেখা চিঠি আমার
দিলি ফিরাইয়া
লেইখাছিলাম চিঠি আমার
হাতটা কাটিয়া
রক্তে লেখা চিঠি আমার
দিলি ফিরাইয়া
লেইখাছিলাম চিঠি আমার
হাতটা কাটিয়া
বেইমান প্রিয়া দিলি না তুই
ভালোবাসার দাম
বুক পাজরে লেইখা ছিলাম
তুই বেইমানের নাম
বেইমান প্রিয়া দিলি না তুই
ভালোবাসার দাম
বুক পাজরে লেইখাছিলাম
তুই বেইমানের নাম
ছিলিরে তুই সার্থলোভী
মুখোশধারী প্রিয়া
ছিনিমিনি খেল্লিরে তুই
মনটা আমার নিয়া
ছিলিরে তুই সার্থলোভী
মুখোশধারী প্রিয়া
ছিনিমিনি খেল্লিরে তুই
মনটা আমার নিয়া
বুকে আগুন জালাই গেলি
করে অপমান
এই বুকেতে ছিল লেখা
তুই বেইমানের নাম
বেইমান প্রিয়া দিলি না তুই
ভালোবাসার দাম
বুক পাজরে লেইখাছিলাম
তুই বেইমানের নাম
বেইমান প্রিয়া দিলি না তুই
ভালোবাসার দাম
বুক পাজরে লেইখাছিলাম
তুই বেইমানের নাম
মন রাঙাইলি নতুন সুখে
করে বেইমানি
তোর মনেতে অন্য মানুষ
আগে বুঝিনি
মন রাঙাইলি নতুন সুখে
করে বেইমানি
তোর মনেতে অন্য মানুষ
আগে বুঝিনি
বুকে আগুন জালাই গেলি
করে অপমান
এই বুকেতে ছিল লেখা
তুই বেইমানের নাম
বেইমান প্রিয়া দিলি না তুই
ভালোবাসার দাম
বুক পাজরে লেইখাছিলাম
তুই বেইমানের নাম
বেইমান প্রিয়া দিলি না তুই
ভালোবাসার দাম
বুক পাজরে লেইখাছিলাম
তুই বেইমানের নাম।।
Rokte Lekha Chithi Bangla Lyrics
Rokte lekha chithi amar
Dili Firaiya
Leikha chilam chithi
Amar hat ta katiya
Beiman priya dili na tui
Valobasar dam
Buk pajore leikha chilam
Tui beimaner nam