Rong Mohol ( রংমহল) Bangla Lyrics By Samz Vai.

 Rong Mohol ( রংমহল) Bangla Lyrics By Samz Vai. 

Song : Rong Mohol 

Singer : Samz Vai

Lyrics : Mr. UNknown

Tune : Mr. UNknown & Samz Vai

Music Compose : Mosharof Ajemi

Label : SURPRISE unLIMITED

Rong Mohol Bangla Lyrics 

তোর চোখের আড়ালের বন্ধু

অন্তর আমার জ্বলে

তোর চোখের আড়ালের বন্ধু

অন্তর আমার জ্বলে

দেখিস না তুই, বুঝিস না তুই

পুড়ছি কি অনলে

যে অনল দিলি তুই

তারে যতন করে থুই

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

মনের সুখে মন পুড়াইলি

পুইড়ার হইলাম ছাই

পুড়া মনে ক্ষনে ক্ষনে

তবু তোরে চাই (2 বার)

দিন গেলো রাত গেলো,

জীবন গেল বিফলে

জ্বলিয়া পুড়িয়া রে তোর

প্রেমের অনলে

যে অনল দিলি তুই

তারে যতন করে থুই

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

যার পোড়ে সে বোঝে জ্বালা

কেউ বোঝে না আর

ভেতর ভেতর জ্বইলা পুইরা

হয় কালা অঙ্গার (2 বার)

দিন গেলো রাত গেলো,

জীবন গেল বিফলে

জ্বলিয়া পুড়িয়া রে তোর

প্রেমের অনলে

যে অনল দিলি তুই

তারে যতন করে থুই

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

তোর চোখের আড়ালের বন্ধু

অন্তর আমার জ্বলে

তোর চোখের আড়ালের বন্ধু

অন্তর আমার জ্বলে

দেখিস না তুই, বুঝিস না তুই

পুড়ছি কি অনলে

যে অনল দিলি তুই

তারে যতন করে থুই

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে

আমার বুকের খাঁচাই, 

তোর রংমহলে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *