Rongin Ghuri(রঙিন ঘুড়ি) Bangla Lyrics By Gogon Sakib

Rongin Ghuri(রঙিন ঘুড়ি) Bangla Lyrics By Gogon Sakib 

Song : Rongi


n Ghuri

Vocal : Gogon Sakib 

Lyrics : Azim Babu

Music : Jami Ul Hasan 

Label : Antor Multimedia 

Rongin Ghuri Bangla Lyrics 

তুমি ভালোবাসনি

আমি বুঝতে পারিনি 

তুমি ভালোবাসনি

আমি বুঝতে পারিনি 

সবই ছিলো অভিনয় 

যা ধরতে পারিনি 

 কেন ভেঙ্গেছো হৃদয় 

 তা মানতে পারিনি 

তুমি কোন আকাশের রঙিন ঘড়ি

কার আকাশে ওরো

উড়ে উড়ে ঘুরে ঘুরে

বুকটা ক্ষত করো,

তুমি কোন আকাশের রঙিন ঘড়ি

কার আকাশে ওরো

উড়ে উড়ে ঘুরে ঘুরে

বুকটা ক্ষত করো,

কার সাথে আজ সাজাও বাশর

নতুন সুখে ডুবে

আমি একা মরছি 

তোমার কস্ট চেপে বুকে 

কার সাথে আজ সাজাও বাশর

নতুন সুখে ডুবে

আমি একা মরছি 

তোমার কস্ট চেপে বুকে 

তুমি আমায় ভুলেছো

আমি তোমায় ভুলিনি,

 তুমি আমায় ভুলেছো

আমি তোমায় ভুলিনি

কেনো করেছো এমন 

তা জানতে পারিনি 

তুমি কোন আকাশের রঙিন ঘড়ি

কার আকাশে ওরো

উড়ে উড়ে ঘুরে ঘুরে

বুকটা ক্ষত করো,

তুমি কোন আকাশের রঙিন ঘড়ি

কার আকাশে ওরো

উড়ে উড়ে ঘুরে ঘুরে

বুকটা ক্ষত করো।।

Rongin Ghuri Bangla Lyrics 

tumi valo basoni 

Ami bujhte parini

tumi valo basoni 

Ami bujhte parini

Sobi chilo ovinoy 

Za dhorte parini

Keno bhengecho hridoy

Ta mate parni

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *