Rup Nagorer Rani(রুপ নগরের রানী) Bangla Lyrics By Samz Vai & Kazi Shuvo.

Rup Nagorer Rani(রুপ নগরের রানী) Bangla Lyrics By Samz Vai & Kazi Shuvo. 

Song : Rup Nagorer Rani

Vocal : Kazi Shuvo 

Lyrics : Robiul Islam Jibon 

Tune : Kazi Shuvo 

Music : Rafi Mohammad 

Rap Parts : Samz Vai

Label : CD Choice 

 

Rup Nagorer Rani Bangla Lyrics 

ও মেয়ে তোমার মন বোঝা দায়

মিস্টি নাকি টক

ফেইসবুকেতে আইডি খুলে 

প্রোফাইলও তোর লক

জানিনা তোর কেমন অন্দর 

নাম যে তোমার বড় সুন্দর 

রুপ নগরের রানী

ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

 ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

র‍্যাপ 

আমার হৃদয়ের এই জালা

তোমায় বোঝাই কি কইরা

তুমি ফেইসবুকে দিয়া তালা

আছ চাবি হাতে ধইরা

আমার চার পাচ জোড়া 

সেন্ডেল হইলো ক্ষয় 

তোমার পিছে ঘুইরা

যদি একটু দিতা সারা

আমার মনটা যাইতো ভইরা

তোমার রুপখানা বেস পাগল করা

তুমি রুপ নগরের রানী 

তোমায় যেদিন থেকে দেখছি

আমার হইছে কি জানি

তারপর থেকে দু চোখের ঘুম আমার 

তুমি দিছো হারাম কইরা

এখন না হও যদি তুমি আমার 

প্রানটা যাইবো মইরা

গান

ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেও

মেসেঞ্জারে নক

রিপ্লাই না দিলে তুমি 

করো কতো পোক

ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেও

মেসেঞ্জারে নক

রিপ্লাই না দিলে তুমি 

করো কতো পোক

জানিনা তোর কেমন অন্দর 

নাম যে তোমার বড় সুন্দর 

রুপ নগরের রানী

ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

 ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

বুঝিনা তো সত্যি করে

আকছো কি যে ছক

টেনশনে তে থাকি 

যদি মেরে দাও ব্লক

ও বুঝিনা তো সত্যি করে

আকছো কি যে ছক

টেনশনে তে থাকি 

যদি মেরে দাও ব্লক

জানিনা তোর কেমন অন্দর 

নাম যে তোমার বড় সুন্দর 

রুপ নগরের রানী

ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

 ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

ও মেয়ে তোমার মন বোঝা দায়

মিস্টি নাকি টক

ফেইসবুকেতে আইডি খুলে 

প্রোফাইলও তোর লক

জানিনা তোর কেমন অন্দর 

নাম যে তোমার বড় সুন্দর 

রুপ নগরের রানী

ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি

 ইচ্ছে করে দেখি তোমার 

আহ্লাদী মুখ খানি 

মনে আমার সিগনাল মারে

দেয় প্রেমের উসকানি।।

Rup Nagorer Rani Bangla Lyrics

O meye tomar mon bojha dhay

Misty naki tok

Facebooke te id khule

Profile o tor lok

Janina tor kemon ondor

Nam je tomar boro sundor

Rup nogorer rani

Icche kore dekhi tomar 

Alladi mukh khani

Mone amar signal mare

Dey premer uskani  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *