Ruper Jadu (রুপের যাদু) Bangla Lyrics By Shima, Rizan & Alvee.

Ruper Jadu (রুপের যাদু) Bangla Lyrics By Shima, Rizan & Alvee.


Singer : Shima, Rizan & Alvee

Music : Alvee Al Berunee

Mix & Master : Alvee Studios

Rap Verse : Rizan & Siam

Hook Verse : Azizur Rahman

Label : Alvee

 

Ruper Jadu Bangla Lyrics 

আমি রূপনগরের রাজকন্যা

রূপের যাদু এনেছি,

আমি রূপনগরের রাজকন্যা

রূপের যাদু এনেছি ।

আমার রূপ নগরের রাজকন্যার

এত সুন্দর রূপ,

ওরে দেখলে আমার মন ভইরা যায়,

ভালাই লাগে খুব ।

ওর প্রেমে দিয়া ডুব 

অহন না জাইনা সাতার 

আমি খাইতাছি চুপ ,

এক্কেবারেই চুপ।

মামা পাশের বাড়িতে থাকে একটা পরী

এই পরীর প্রেমে হাবুডুবু খাইয়া আমি মরি।

পরীর পিছে পিছে ঘুরি আমার মন করেছে চুরি,

আরে কই থেইকা আসে মাইরি এত্ত সুন্দর পরী।

পরীর ডানা ডানা চোখ আর গোলাপি গাল,

ওরে দেখলেই শরমে আমি হইয়া যাই লাল হইয়া যাই লাল।

ওরে বুঝেনা এহন কেমনে বুঝামু ভাই

ওর বাপ হইছে পুলিশ,আর ভাই সন্ত্রাসী ।

এইটা বড় কথা না বড় কথা,

আমি ওরে ভালবাসি ।

পরী দেখলেই আমারে মারে মুচকি মুচকি হাঁসি,

আর এই হাঁসি দেইখাই আমি প্রেম নৌকায় ভাসি।

আমি রূপনগরের রাজকন্যা

রূপের যাদু এনেছি ।

আরে এত্ত সুন্দর রূপ,দেইখা ভালাই লাগে খুব

আমি দেইখা মজা লোমু তুমি থাকবা চুপ ।

আমি রূপনগরের রাজকন্যা

রূপের যাদু এনেছি ।

ইরান তুরান পার হয়ে আজ

তোমার দেশে এসেছি।

আমি রূপনগরের রাজকন্যা

রূপের যাদু এনেছি ।

আরে ধুর তোর জাদু বুঝেনাই দাদু

পুরা দুনিয়া চড়াইছে এলাকাই সাধু

একবারে সাধু সে পার্ট লয় সতী

আরে নলা পাইলে গলা ধইরা ,

ঝুইলা করে ক্ষতি , আরে ঝুইলা করে ক্ষতি।

আর চেহারায় মায়া

এই মায়া দিয়া খাইয়া দিয়া মইজা গেছে পাইয়া,

এহন মইজা গেছে পাইয়া বুঝেন নাই ভাইয়া।

রূপ নগরের রুব্বান হইছে বোটানিক মারাইয়া,

আরে বোটানিক মারাইয়া ছেরি লইয়া এত্ত পার্ট ,

চুস একটা জিন্স প্যান্ট আর চিপা চাপা শার্ট

লাগতাছে জোস লো কাঁপাইয়া দে মাঠ

আরে লাগতাছে জোস লো কাঁপাইয়া দে মাঠ ।

এত সুন্দর রূপ,

ওরে দেখলে আমার মন ভইরা যায়,

ভালাই লাগে খুব ।

এত সুন্দর রূপ,

ওরে দেখলে আমার মন ভইরা যায়,

ভালাই লাগে খুব ।

জাদু করেছো তুমি আমার মনে

ঘুম আসেনা এখন এ দুচোখে

রূপেরী ঝলকে পাগল মন

চায় যে তোমাকে সারাটাক্ষন।

আমি রূপনগরের রাজকন্যা

রূপের যাদু এনেছি ।

ইরান তুরান পার হয়ে আজ

তোমার দেশে এসেছি।

আরে ধুর তোর জাদু বুঝেনাই দাদু

পুরা দুনিয়া চড়াইছে এলাকাই সাধু

একবারে সাধু সে পার্ট লয় সতী

আরে নলা পাইলে গলা ধইরা ,

ঝুইলা করে ক্ষতি , আরে ঝুইলা করে ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *