Sad Love Stories 2022.কষ্টের প্রেমের গল্প

 Sad Love Stories 2022.কষ্টের প্রেমের গল্প ২০২২।

Sad Love Stories 2022.কষ্টের প্রেমের গল্প ২০২২।

আমি মোবারক, 

২০১২ সাল থেকে একটি মেয়েকে খুবই লাইক করতাম। প্রতিদিন স্কুল ছুটির পর রাস্তায় দারিয়ে থাকতাম তাকে একনজর দেখার জন্য। এভাবেই আমাদের প্রেম হয়ে যায়।

এরপর,

একদিন……

তুমি জানো?

আজ না আমার বিষণ কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে আমি জানিনা। শুধু এইটুকু জানি,না পাওয়ার বেদনাতে।

আমার আমার অন্তর কেদে উঠে।তুমি কোথায় গেলে আমাকে ভুলে?তুমি কোথায়?একটি বারো কি আমার কথা মনে পরেনা।

একটি বারো কি পার হয়ে যাওয়া তোমার আমার সৃতির কথা মনে পড়েনা?আমি জানি তুমার মনে পড়েনা।তাই তো তুমি আমাকে ভুলে গেছো।

কিন্তু আমার প্রতিটি মূহুর্ত তোমার কথা মনে পড়ে।তোমার সৃতি গুলো আমাকে বার বার কাদাতে সাহায্য

করে।

কেন তুমি এমন টি করলে?কেনো আমাকে স্বপ্ন দেখিয়ে আমার দূরে চলে গেলে?কি করেছিলাম আমি তুমাকে।ভালোবাসার বুঝি এমনি ফল হয়?

কি বলবে তুমি।আমি জানি তোমার কাছে কোনো ভাষা নেই।আজ হয়তো তুমি অন্য কাউকে নিয়ে সুখে আছো,

কিন্তু এক সময় তোমাকে নিয়ে তো আমিও সুখে ছিলাম।তুমিও তো সুখে ছিলো,আজ কেনো সময়ের ব্যাবধানে তুমি দূরে চলে গেলে।

কেনো আমাকে কাদালে?তুমাকে ভালোবাসা কি আমার অনেক বড় অপরাধ ছিলো?আমি জানি তুমি আমাকে ভুলে গেছো।তুমি আমার কথা মনে করোনা।

তুমি জানো আমি প্রতি টি সময় তোমার কথা মনে করি।শুধু তোমার কথা মনে করি।আমি জানি আমি তোমাকে এতোটাই মিস করতেছি যে কেবল আমি নিজেই জানি।আচ্ছা বলতে পারো?

তুমি যদি চলেই যাবে তাহলে কেন আমার জীবনে এলে।কেনো আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে। কেন ভালোবাসার নামে তুমি আমার সাথে ছলোনা করলে। আমি জানি তুমাদের মতো মেয়েরা ছলোনা করতে বেশি ভালবাসে

আর ছলোনা করে ছেলেদের জীবন ধ্বংস করে দেই।

সেটা আগে বুঝিনি এখন বুঝতেছি।না পাওয়ার বেদনা যে কত শুধু সেই যানে,যে কাউকে ভালোবেসে জীবন সঙ্গী হিসেবে পাইনি।

আজ আমার চোখ দিয়ে পানি পরছে।আমি জানি আমার এই চোখের পানির মূল্য কেউ দিবেনা।কিন্তু একদিন তুমিও কাদবে আমার মতো।আমি যেমন করে নিরবে কেদে যায়।মানুষকে বুঝতে দেই না যে আমার অন্তরে

কতো দুঃখ,কতো ঝড় বয়ে যাচ্ছে।কিন্তু তোমার জীবনেও এমন দুঃখ আসবে।

সেদিন তুমি নিজেকে সয্য করতে পারবেনা আর বার বার

আমাকে মনে করবে।আমি জানি তোমাকে বলে কোনো লাভ নেই,কারণ তুমি তো এখন অন্য কারো সঙ্গি হয়ে আছো।আর আমি আছি মরুভূমির তপ্ত বালির কণিকার আঘাত গুলো বুকে নিয়ে।শুধু তুমার কথায় ভাবছি।আমি জানি তুমি আমার হবেনা।

আর সম্ভব না, তাই তো তোমার কথা এখন আর মনে করিনা ,কিন্তু যখন মনে পড়ে আর সহ্য করতে পারিনা।কেনো এমন হয়?কেনো এমনটি হয়?

জানি তুমি বলতে পারবেনা।আসলে তুমরানা খুব ছলোনা জানো খুব মায়া জানো। তোমাকে অভিশাপ দেবোনা শুধু এইটুকু বলবো,আর কাউকে কোনদিন কষ্ট দিওনা,কারণ কষ্ট যে সহ্য করা যাইনা।

ভালোবাসার কষ্ট যে এতই বেশি যা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দ্বিধা বোধ করেনা। তাই বলি আমার মতো আর কাউকে দুঃখ দিওনা। ভালো থেকো,সুখে থেকো। এই কামনা করি।

ভালবাসি তুমাকে

ভালবেসে যাবো।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *