Sandhya Nemeche Amar Bijon Ghore Bangla Lyrics.

 Sandhya Nemeche Amar Bijon Ghore Bangla Lyrics. 

Sandhya Nemeche Amar Bijon Ghore Bangla Lyrics.

সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে, তব গৃহে জ্বলে বাতি।

ফুরায় তোমারি উৎসব নিশি সুখে, পোহায় না মোর রাতি॥

আমার আশার ঝরা ফুলদল দিয়া,

তোমার বাসর শয্যা রচিছে প্রিয়া

তোমার ভবনে আলোর দীপালি জ্বলে, আঁধার আমার সাথী

পোহায় না মোর রাতি॥

ঘুমায়ে পড়েছে আমার কাননে কুহু, নীরব হয়েছে গান;

তোমার কুঞ্জে গানের পাখিরা তুলিয়াছে কলতান।

পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে,

বাজিছে বাঁশরি তোমার মিলন রাসে।

ওপারের বাঁশি আমায় ডাকিবে কবে, আছি তাই কান পাতি।

পোহায় না মোর রাতি॥

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *