Science Achhe (সায়েন্স আছে) Bengali Lyrics By Ishan Das, Rohan Das.
Science Achhe Song Info:
Song: | Science Achhe |
Singer: | Ishan Das, Rohan Das |
Lyrics: | Anindya Chattopadhyay |
Tune: | Anindya Chattopadhyay |
Music: | Anindya Chattopadhyay |
Music Label: | Windows |
Star Cast: | Shiboprosad Mukherjee, Gargee Roychowdhury, Anjan Dutta, Kharaj Mukherjee, Prosenjit Chatterjee, Haranath Chakraborty, Monami Ghosh, Tanusree Chakraborty, Somak Ghosh |
Release Date: | 2022-11-26 |
Science Achhe Lyrics in Bengali
সূর্য্যি মামার আছে নাকি মন
মাছেদের হয় কি মন খারাপ
গাছের পাতা আলাদা সব জন
পাখির ডিমে কেমন লাগে তাপ
পিঁপড়ে কথা বলে কোন ভাষায়
হাঁটছে যেন পল্টনেরই সারি
তারাদের কি কারেন্ট যায় বাসায়
মশাদের কি লাগে মশারি
কেমন করে ঘটছে অত্য কিম
চোখ লাগিয়ে দ্যাখনা ভীতুর ডিম্
এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর যেন
সায়েন্স আছে
এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর যেন
সায়েন্স আছে
সবুজ গাছে সায়েন্স আছে
ময়ূর নাচে সায়েন্স আছে
রঙিন মাছে সায়েন্স আছে
হওয়ার টাচে সায়েন্স আছে
খুঁড়ে দেখলে সবার ভিতর যেন
সায়েন্স আছে
ছোট মাছ কি ট্রেনিং নেয় সাঁতারে
লঙ্কা খেলে ঝাল লাগে কি পাখির
পেঙ্গুইনের হয় কি সর্দি গর্মি
সায়েন্স জানে হদিশ টুকিটাকির
কেমন করে ঘটছে এত কিম
চোখ লাগিয়ে দ্যাখনা ভীতুর ডিম্
এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর যেন
সায়েন্স আছে
এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর যেন
সায়েন্স আছে
সবুজ গাছে সায়েন্স আছে
ময়ূর নাচে সায়েন্স আছে
রঙিন মাছে সায়েন্স আছে
হওয়ার টাচে সায়েন্স আছে