Shai Ji(সাই জি) Bangla Lyrics By Gamcha Palash
Shai Ji(সাই জি) Bangla Lyrics By Gamcha Palash
Song : Shai Ji
Vocal : Gamcha Palash
Lyrics : Abegi Zakir
Tune : Abegi Zakir
Label : Gamcha Palash
Shai Ji Bangla Lyrics
তেরো নদীর জলে
আট কুঠরী মূলে
হায় রে তেরো নদীর জলে
আট কুঠরী মূলে
নয় দরজা আঠারো চিজ ঘর
ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
দুই খুটিতে তিনতলা ঘর
নিচতলাতে কামজোড়া
দুই খুটিতে তিনতলা ঘর
নিচতলাতে কামজোড়া
পঞ্চ আত্তা ছয় রিপুতে
উপরে তার ভাবগোড়া
মাঝঘরে দম আড়া
ঘরের কি রুপ দারা
মাঝঘরে দম আড়া
ঘরের কি রুপ দারা
তিন স্থল এক শূন্যে গড়ে
ভর ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
আঠারো চিজ দেহ ঘরে
তিন ভাগে হয় পয়দাবার
আঠারো চিজ দেহ ঘরে
তিন ভাগে হয় পয়দাবার
দশে আল্লা ছাড়ে পিতা
ছাড়ে মাতার অনুদান
জাকিরে তাই বলে
যদি সন্ধান মিলে
জাকিরে তাই বলে
যদি সন্ধান মিলে
চিনবো তারে কোন সে কারিগর
ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
তেরো নদীর জলে
আট কুঠরী মূলে
হায় রে তেরো নদীর জলে
আট কুঠরী মূলে
নয় দরজা আঠারো চিজ
ঘর ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর
ও সাই জি
কি দিয়া বান্ধিলো দেহ ঘর।।
Shai Ji Bangla Lyrics
Tero nodir jole
Ath kuthuri mule
Hay re Tero nodir jole
Ath kuthuri mule
Noy doroja atharo chij Ghor
O shai ji
Ki diya bandhilo deho ghor
O shai ji