Shampoo Kora Chul Bangla Lyrics By Meera Das.
Shampoo Kora Chul Bangla Lyrics By Meera Das.
Song Name : Shampoo Kora Chul
গান : শ্যাম্পু করা চুল
Singer(s) : Meera Das
Tune / Music : Shyamji
Lyricist : Meera Das
Music Label : Manbhum Beats
Star Cast : Debraj, Kiran, Asha, Nikhil
Release On : 2021-12-20
Shampoo Kora Chul Lyrics in Bengali
হে-হে-হে লা-লা-লা-লা-লা
হে-হে-হে লা-লা-লা-লা-লা
শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়
চ্যাংড়া রা দেখে সবাই করে হায় হায় (২)
কি বলবো আমার রূপের কথা
কত ঘায়েল কত পাইলো ব্যাথা
কি বলবো আমার রূপের কথা
কত ঘায়েল কত পাইলো ব্যাথা
না নারে না নারে তোরা নজর দিস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
আমার এই ভরা যৌবনে
উথাল মারে ঘনে ঘনে
কেউ আসে নিয়ে বলে সখি রে
আমি ঘুমাই যখন আসিস স্বপনে (২)
আমি বলি ভুলে যা রে হিরো
প্রেমের কথা বলিস না রে আরও
যা যারে যা যারে আর হামকে ভুলাস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
আমার গোরা গাল দেখে
বসে বসে ভাবতে থাকে
যদি পাই তোকে সোনা রে
জড়ায় রাখিবো সব সময় বুকে (২)
ভালবাসা ভাবেছি রে সস্তা
মনে করিস পাবো বস্তা বস্তা
ভালবাসা ভাবেছি রে সস্তা
মনে করিস পাবো বস্তা বস্তা
ও হরে ও হরে তোরা হোসনা দিবানা
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়
চ্যাংড়া রা দেখে সবাই করে হায় হায় (২)
কি বলবো আমার রূপের কথা
কত ঘায়েল কত পাইলো ব্যাথা
কি বলবো আমার রূপের কথা
কত ঘায়েল কত পাইলো ব্যাথা
না নারে না নারে তোরা নজর দিস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না
আছি কচি কলি আমি ফুলেরই ডালি
অসময়ে হিরো ভাঙে দিস না