She Je Boshe Ache Eka Eka ( সে যে বসে আছে একা একা) Bangla Lyrics By Shayan Chowdhury Arnob.
Song : She Je Boshe Ache Eka Eka
Vocal, Music & Lyrics : Shayan Chowdhury Arnob
Album : Shopnochura 1
Label : G-Series Music
She Je Boshe Ache Eka Eka Bangla Lyrics
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে। (২ বার)
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে। (২ বার)
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে। (২ বার)
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন। (২ বার)
সে যে বসে আছে, সে যে বসে আছে ..।।