Shei Tumi Ke (সেই তুমি কে) Bangla Lyrics By Tahsan Khan.
Song : Shei Tumi Ke
Singer : Tahsan Khan
Music Label : Fresh
Release On : 31 October 2022
Shei Tumi Ke Bangla Lyrics
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে?
কোনো এক বৃষ্টি দিনে
সূর্য উঁকি দিলে
রংধনু খুঁজতে খুঁজতে
ভেসে যাবো মেঘের তুলি তে
খালি পায়ে মেঠো পথে
বৃষ্টির সোঁদা গন্ধে হাত ধরে..
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?
কোনো এক ছুটির দিনে
যখন আমি পিয়ানো দিয়ে
আমার সুরে নাচের মুদ্রায়
সেই তুমি কে ?
যার ছন্দের মুগ্ধতায়
কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই তুমি কে, সেই তুমি কে
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে।।