Shesh Bayna (শেষ বায়না) Bangla Lyrics By Shubham Roy.
Song : Shesh Bayna
Singer : Shubham Roy
Lyrics : Shiny Das
Percussion : Sidharth Ravi
Acoustic Guitar : Ritwik Bhattacharya
Composer : Shubham Roy
Label : Folk Studio Bangla
Shesh Bayna Bangla Lyrics
ঝরবৃষ্টি দুঃখ কান্না
সকাল দুপুর হাসি খেলার
আজ নিয়ে সব যায়, স্মৃতির বাক্স বন্ধি
আমি চললাম আমি চললাম
গুড্ডি পুতুল গেমস গাড়ি,
কিছুই আমার চাই না।
বাবা রাখবে কি আমার শেষ বায়না
ছোট বেলার দিন ফিরিয়ে দাও না
ছোট বেলার দিন ফিরিয়ে দাও না।
মিষ্টি হাসি কাঁচের চুরি,
তুমি আমার জলপরী
ছুটে তোমার আচল মুঠে
চরবো আমি ঘোড়ার গাড়ি
রাখা আছে বাক্সের মাঝে,
তোমার আমার একটি ছবি
বাক্সে রাখা নেই আচলটা মা।
ছোট বেলার দিন, হারিয়ে যাই মাম
ছোট বেলার দিন ফিরিয়ে দাও।।