Shesh Biday (শেষ বিদায়) Bangla Lyrics By Baul Raju Mondol.
Shesh Biday (শেষ বিদায়) Bangla Lyrics By Baul Raju Mondol.
Song : Shesh Biday
Singer : Baul Raju Mondol
Lyrics : Najmul Haque
Tune & Music : Mohidul Hasan Mon
Label : Mon Music Studio
Shesh Biday Bangla Lyrics
শেষ বিদায়ের আগে
লাশের করাইবে গোসল
পাক পবিত্র লাশে ছিটাইবে
আতর গোলাপ জল
শেষ বিদায়ের আগে
লাশের করাইবে গোসল
পাক পবিত্র লাশে ছিটাইবে
আতর গোলাপ জল
সারিবদ্ধ হইয়া মানুষ
সারিবদ্ধ হইয়া মানুষ
পরিবে জানাজা
সাড়ে তিন হাত লাশের ঘরের
নাইরে দরজা
সাড়ে তিন হাত লাশের ঘরের
নাইরে দরজা
মুনকার নাকির সাওয়াল জবাব
যখন করিবে কবরে
ইমানদারগন সঠিক উত্তর
দিবে ঈমানী জোরে
মুনকার নাকির সাওয়াল জবাব
যখন করিবে কবরে
ইমানদারগন সঠিক উত্তর
দিবে ঈমানী জোরে
সারিবদ্ধ হইয়া মানুষ
সারিবদ্ধ হইয়া মানুষ
পরিবে জানাজা
সাড়ে তিন হাত লাশের ঘরের
নাইরে দরজা
সাড়ে তিন হাত লাশের ঘরের
নাইরে দরজা
কাদবে সজন জারাই আপন
কলিজার ধন মানিক রতন
নিথর দেহ থাকবে পরে
দেখবে না আর দুটি নয়ন
কাদবে সজন জারাই আপন
কলিজার ধন মানিক রতন
নিথর দেহ থাকবে পরে
দেখবে না আর দুটি নয়ন
সারিবদ্ধ হইয়া মানুষ
সারিবদ্ধ হইয়া মানুষ
পরিবে জানাজা
সাড়ে তিন হাত লাশের ঘরের
নাইরে দরজা
সাড়ে তিন হাত লাশের ঘরের
নাইরে দরজা।।