Shesh Kanna (শেষ কান্না) Bangla Lyrics By Tanveer Evan & Benazir.

 Shesh Kanna (শেষ কান্না) Bangla Lyrics By Tanveer Evan & Benazir.

Shesh Kanna (শেষ কান্না) Bangla Lyrics By Tanveer Evan & Benazir

Song : Shesh Kanna

Drama : Best Friend

Singer : Tanveer Evan & Benazir

Lyrics : Tanveer Evan

Music & Tune : Piran Khan

Shesh Kanna lyrics in Bengali 

 

সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে,

তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে?

আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে,

ভাবনাতে তোমাকে খুঁজেছি কি তবে?

ভাবি তুমি আসবে ফিরে,

ধরবে হাতগুলো,

বলবে তুমি কেঁদো না,

ফিরে এসেছি এই দেখো।

আর বলবে কেঁদো না তুমি,

এবারই তো শেষ কান্না।

বসে আছি আমি তোমার জন্যে,

আসোনা, ফিরে আসোনা।

আসোনা, ফিরে আসোনা।

ফিরে এসেছি, ভালোবেসে,

তোমায় আমি প্রতিটিবার,

সব ব্যথা ভুলে, সব কষ্ট ফেলে,

এসেছি আজি আমি তোমার কাছে।

তবু তুমি নেই আজ আমার পাশে,

হারিয়ে গেছো তুমি বহুদুরে।

ভাবি তুমি আসবে ফিরে,

ধরবে হাতগুলো,

বলবে তুমি কেঁদো না,

ফিরে এসেছি এই দেখো।

আর বলবে কেঁদো না তুমি,

এবারই তো শেষ কান্না।

বসে আছি আমি তোমার জন্যে,

আসোনা, ফিরে আসোনা।

আসোনা, ফিরে আসোনা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *