Shohoj Manush (সহজ মানুষ) Lyrics By Arkadeep Mishra.

 Shohoj Manush (সহজ মানুষ)  Lyrics By Arkadeep Mishra.

Song : Shohoj Manush

Lyrics & Composition : Lalon Fakir

Recreated by : The Folk Diaryz

Vocal : Arkadeep Mishra

Guitar : Sayan Das

Bass Guitar : Sandip Sarkar

Drum & percussion : Deep Ghosh

Acoustic Guitar : Kumarjit Nath

Flute : Sushruta Goswami

Choreography & Dance by : Arpan Nath

Concept : Tuhin Misra

Direction : Sumanjit Tony Ray

Shohoj Manush Song Lyrics In Bengali 

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

পাবিরে অমূল্য নিধি,

পাবিরে অমূল্য নিধি বর্তমানে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

ভজ মানুষের চরণ দুটি

নিত্য বস্তু পাবে খাঁটি,

ভজ মানুষের চরণ দুটি

নিত্য বস্তু পাবে খাঁটি,

মরিলে সব হবে মাটি

মরিলে সব হবে মাটি

ত্বরায় এই ভেদ লও জেনে

ত্বরায় এই ভেদ লও জেনে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

শুনি ম’লে পাবো বেহেস্তখানা

তা শুনে তো মন মানে না,

শুনি ম’লে পাবো বেহেস্তখানা

তা শুনে তো মন মানে না,

বাকির লোভে নগদ পাওনা

বাকির লোভে নগদ পাওনা

কে ছাড়ে এই ভুবনে

কে ছাড়ে এই ভুবনে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

সালাতুল মেরাজুল মোমেনীনা

জানতে হয় নামাজের বেনা,

সালাতুল মেরাজুল মোমেনীনা

জানতে হয় নামাজের বেনা,

বিশ্বাসীদের দেখাশুনা

লালন কয় এই ভুবনে

লালন কয় এই ভুবনে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *