Shokhi Aye (সখি আয়) Bangla Lyrics By Shahid & Aurin.
Song : Shokhi Aye
Vocal : Shahid & Aurin
Lyrics : Ziauddin Alam
Tune & Music : Rezwan Sheikh
Label : Suranjoli
Shokhi Aye Bangla Lyrics
একদিকে পৃথিবীটা
অন্যদিকে তুই
চায় তোকে পাগল এ মন
চাইনা তো আর কিছুই
সখি আয় সখি আয়
লুকিয়ে রাখি তোরে
বুকেরই ভিতর কলিজায়
সখি আয় সখি আয়
লুকিয়ে রাখি তোরে
বুকেরই ভিতর কলিজায়
তুই ছাড়া কে পৃথিবীতে
আছে আমার বল
তোরে এক নজর
না দেখলে আখি
হয়রে ছলছল
তুই ছাড়া কে পৃথিবীতে
আছে আমার বল
তোরে এক নজর
না দেখলে আখি
হয়রে ছলছল
যনম যনম তোর অন্তরে
পাই যেন রে ঠাই
সখি আয় সখি আয়
লুকিয়ে রাখি তোরে
বুকেরই ভিতর কলিজায়
সখি আয় সখি আয়
লুকিয়ে রাখি তোরে
বুকেরই ভিতর কলিজায়
এই অন্তরে করিয়াছি
বসত বাড়ি তোর
তোরই ভালোবাসা পেতে
মন পিপাসা কাতর
এই অন্তরে করিয়াছি
বসত বাড়ি তোর
তোরই ভালোবাসা পেতে
মন পিপাসা কাতর
যনম যনম তোর অন্তরে
পাই যেন রে ঠাই
সখি আয় সখি আয়
লুকিয়ে রাখি তোরে
বুকেরই ভিতর কলিজায়
সখি আয় সখি আয়
লুকিয়ে রাখি তোরে
বুকেরই ভিতর কলিজায়।।