Shokhi Aye (সখি আয়) Bangla Lyrics By Shahid & Aurin.

 

Shokhi Aye (সখি আয়) Bangla Lyrics By Shahid & Aurin. 

Song : Shokhi Aye

Vocal : Shahid & Aurin

Lyrics : Ziauddin Alam 

Tune & Music : Rezwan Sheikh 

Label : Suranjoli

Shokhi Aye Bangla Lyrics 

একদিকে পৃথিবীটা 

অন্যদিকে তুই 

চায় তোকে পাগল এ মন

চাইনা তো আর কিছুই

সখি আয় সখি আয় 

লুকিয়ে রাখি তোরে

বুকেরই ভিতর কলিজায়

সখি আয় সখি আয় 

লুকিয়ে রাখি তোরে

বুকেরই ভিতর কলিজায়

তুই ছাড়া কে পৃথিবীতে 

আছে আমার বল 

তোরে এক নজর 

না দেখলে আখি

হয়রে ছলছল

তুই ছাড়া কে পৃথিবীতে 

আছে আমার বল 

তোরে এক নজর 

না দেখলে আখি

হয়রে ছলছল

যনম যনম তোর অন্তরে 

পাই যেন রে ঠাই

সখি আয় সখি আয় 

লুকিয়ে রাখি তোরে

বুকেরই ভিতর কলিজায়

সখি আয় সখি আয় 

লুকিয়ে রাখি তোরে

বুকেরই ভিতর কলিজায়

এই অন্তরে করিয়াছি 

বসত বাড়ি তোর 

তোরই ভালোবাসা পেতে 

মন পিপাসা কাতর 

এই অন্তরে করিয়াছি 

বসত বাড়ি তোর 

তোরই ভালোবাসা পেতে 

মন পিপাসা কাতর 

যনম যনম তোর অন্তরে 

পাই যেন রে ঠাই

সখি আয় সখি আয় 

লুকিয়ে রাখি তোরে

বুকেরই ভিতর কলিজায়

সখি আয় সখি আয় 

লুকিয়ে রাখি তোরে

বুকেরই ভিতর কলিজায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *