Shona Diya Bandhayachi Ghor ( সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর) Bangla Lyrics By Mujib Pordeshi.

Shona Diya Bandhayachi Ghor ( সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর) Bangla Lyrics By Mujib Pordeshi.

Song : Shona Diya Bandhayachi Ghor

Original Singer : Mujib Pordeshi 

Lyrice & Tune : Hasan Motiur Rahman 

Cover by : Rishi Panda


নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Shona Diya Bandhayachi Ghor Bangla Lyrics 

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

ও মন রে ঘুণে করলো জোরো জর, 

আমি কি করে বাস করিব এই ঘরে রে

হো আমি কি করে বাস করিব এই ঘরে রে

হায়রে, তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায়রে, তুই সে আমার মন। 

তিন তক্তার এ নৌকা খানি

ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি,

আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে

হো আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে

হায়রে, তুই সে আমার মন,

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায়রে, তুই সে আমার মন। 

আসি রাইতে ভবের মাঝারে

ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে,

ও আমার এই স্বপন কি মিথ্যা 

হইতে পারে রে,

ও আমার এই স্বপন কি মিথ্যা 

হইতে পারে রে,

হায়রে, তুই সে আমার মন,

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায়রে, তুই সে আমার মন। 

Shona Diya Bandhayachi Ghor Bangla Lyrics

Sona diya bandhaiachi ghor

O mon re ghune korlo joro jor

Ami ki kore bash koribo ei ghore re

Haay re tui se amar mon

Mon tore parlam na bujhaite re

Hayre tui se amar mon

Teen toktar ei nouka khani

O mon re gange gange chuyay paani

Ami ki kore sechibo noukar panire

Ashi raaite vober majhare.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *