Shyama Maa Ki Amar Kalo (শ্যামা মা কি আমার কালো) Bangla Lyrics By Amrita Dutta.
Song : Shyama Maa Ki Amar Kalo
Singer : Amrita Dutta
Lyrics : Sadhak Kamalakanta
Music Director : Upali Chattopadhyay
Label : SVF Devotional
Shyama Maa Ki Amar Kalo Bangla Lyrics
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো।
লোকে বলে কালী কালো
আমার মন তো বলেনা কালো রে,
কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলো রে
শ্যামা মা কি আমার কালো।
শ্যামা কখনো শ্বেত, কখনো পীত
কখনো নীললোহিত রে,
শ্যামা কখনো শ্বেত, কখনো পীত
কখনো নীললোহিত রে,
মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি
সে ভাব কেমন বুঝিতে না পারি,
ভাবিতে জনম গেল রে,
শ্যামা মা কি আমার কালো,
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো।
শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি
কখনো সুনাকার হে,
শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি
কখনো সুনাকার হে,
মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত
মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত
সহজে পাগল হলোরে,
শ্যামা মা কি আমার কালো।
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো,
লোকে বলে কালী কালো
আমার মন তো বলেনা কালো রে,
কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলো রে
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো।