Sokal Hote Na Hote Bangla Lyrics By Mohammed Aziz, Kavita Krishnamurthy.
Sokal Hote Na Hote Bangla Lyrics By Mohammed Aziz, Kavita Krishnamurthy.
Movie / Album : Pronomi Tomay
Song Name : Sokal Hote Na Hote
গান : সকাল হতে না হতে
Singer(s) : Mohammed Aziz, Kavita Krishnamurthy
Tune / Music : Bappi Lahiri
Lyricist : Pulak Bandyopadhyay and Mukul Dutta
Music Label : Sony Music
Star Cast : Prosenjit Chatterjee, Arjun Chakraborty, Biplab Chatterjee, Sumitra Mukherjee, Reshma Singh
Release On : 2017-04-28
Sokal Hote Na Hote Lyrics in Bengali
(সকাল হতে না হতে কেন এলে রঙ দিতে
এখন ও ঘরের কাজ সারিনি) ২
বাঁধা চুল খুলিনি নীল বাস পরিনি
রাতের শাড়ী টা ছাড়ি নি
সকাল হতে না হতে কেন এলে রঙ দিতে
এখন ও ঘরের কাজ সারিনি
(তোমাকে না দিলে রঙ
সবার আগে রঙ খেলা কখন কি ভালো লাগে) – ২
দোহাই আবির তুমি দিও না গো শ্যাম
লোকে রা দেখতে পেলে দেবে বদনাম
বাসতে তোমাকে ভালো কোনদিনও আমি কারো
কথার ধার তো কভু ধারিণী
সকাল হতে না হতে কেন এলে রঙ দিতে
এখন ও ঘরের কাজ সারিনি
যাতে আমারই রঙে যাও রাঙা নয়নে
না এসে থাকতে তাই পারিনি
বাঁধা চুল খুলিনি নীল বাস পরিনি
রাতের শাড়ী টা ছাড়ি নি
সকাল হতে না হতে কেন এলে রঙ দিতে
এখন ও ঘরের কাজ সারিনি
(দেখবো আমার দেওয়া রঙ্গিন ফাগে
তোমার অঙ্গে আজ কি রঙ জাগে) – ২
সাঁঝের লগন এলে তখন ডেকো
এখন মনের আশা মনেই রেখো
সকল খেলার মতো জিতবো এ খেলা
কেউ কখনো কোথাও আমি হারি নি
সকাল হতে না হতে কেন এলে রঙ দিতে
এখন ও ঘরের কাজ সারিনি