Somoy Thame (সময় থামে) Bangla Lyrics By Tahsin Ahmed.
Song : Somoy Thame
Singer : Tahsin Ahmed
Lyrics : Sirajum Munir
Tune & Music : Menun Khan
Label : CMV Music
Somoy Thame Bangla Lyrics
সময় থামে আমি থামি
থামে চারপাশ
তোমার নামে হয় বাগানে
আমার মন আকাশ
নদীর বানে পাখি ভাসে
জলের তরে আখি
তোমার টানে যে প্রেম আসে
তারে পুষে রাখি
যখন দেখি তোমার আমার
কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
ছেড়ে যাবার বেলায়
আমার কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
কতো কথা নিরবতায়
নরম হাতে লিখি
প্রেমের দামে মন ভুতি
মনের খামে দেখি
কাপা চোখে নোনা জল
দিতে চাইলে ফাকি
একা ঘরে একা আমি
কেমন করে থাকি
যখন দেখি তোমার আমার
কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
ছেড়ে যাবার বেলায়
আমার কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
মাটির বুকে তোমার আচল
আমায় ছুয়ে থাকে
একটু ঘোর কাটলে এমন
অবাক হয়ে ডাকে
ভেজা চোখে কালো কাজল
গালের উঠোন বাকে
সুখের ঘরে ভীড় করে
আজ কেমন ঝাকে ঝাকে
যখন দেখি তোমার আমার
কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
ছেড়ে যাবার বেলায়
আমার কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
সময় থামে আমি থামি
থামে চারপাশ
তোমার নামে হয় বাগানে
আমার মন আকাশ
নদীর বানে পাখি ভাসে
জলের তরে আখি
তোমার টানে যে প্রেম আসে
তারে পুষে রাখি
যখন দেখি তোমার আমার
কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়
ছেড়ে যাবার বেলায়
আমার কি যেন কি হয়
পেয়ে হারাবার নাকি
না পারে ভয়।।