Sonar Bangladesh Rap ( সোনার বাংলাদেশ র্যাপ)Bangla Lyrics By Aly Hasan and Siam Hawladar (Rap).
Song : Sonar Bangladesh Rap
Singer : Aly Hasan and Siam Hawladar (Rap)
Music: Aly Hasan
Lyrics : Aly Hasan & Siam Hawladar
Music Label : G Series Music
Starring : Aly Hasan, Siam Hawladar, Shafique Ahmed, Sadi Vai, Md. Maruf Akan, Ahmed Shuvo, Hanif Pagla & Nasir
Release On : 10 November 2022
Sonar Bangladesh Rap Bangla Lyrics
দেশে ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ
ও নানা বেটারির চার্জ শেষ নাকি নিউ পাগলের ভেস
দেশে খারাপ আবার কেডা জেডা সবাইতো দরবেশ
যত চিটার বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোছ দাড়ি গজানোর আগে গজায়া জায় লেজ
বাঙাল নাই ঘরে খাইবো বেশি ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি দেশে রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দানা পিছদা জবাই করো তোমার খাশি
কারণ আপন আর দেশি এডি বাতি নিভায় বেশি
কাকি এখন তো আপাদতো দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে লইয়া লইতো ফাঁসি
ওগো শোনো শোনো দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি
শোনেন শোনেন দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি।
ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ,
আমার সোনার বাংলাদেশ দেশটা আসলেই করা
নদী মাত্রিক দেশ আমগো প্রকৃতিতে ঘেরা
হ সবুজে সেরা আমার সোনার বাংলাদেশ
এখন সত্যিকথা বলতে শুধু আপনি আমি খেছ
বাংলার ৮ টা বিভাগ আর 64 জেলা সবাই থাকে ব্যস্ত কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা এইডা জানে উপরওয়ালা
আর খেলা যদি আনলিগেল হয় না খেলাই ভালা
তাইলে দরকারকি করার আলগা প্রেম
ফাও পিরিতে বদনাম বারে বারে ব্লেম
আচ্ছা তুমি দেশী আমি দেশি সেম টু সেম
তগো দোহাই লাগে দেশটা লইয়া আর করিছনা গেম
হন কেউ আছে ভালো আবার কেউ আছে চিটার
কেউ আসছে বাটপার আবার কেউ আছে টিচার
এইডা মাইনা লইছিশ কমবেশি সবার মধ্যেই পেছ
এখন ভালো-মন্দ মিল্লা আমার সোনার বাংলাদেশ।