Sonar Moyna Pakhi (সোনার ময়না পাখি) Bangla Lyrics By FA Sumon
Sonar Moyna Pakhi (সোনার ময়না পাখি) Bangla Lyrics By FA Sumon
Song : Sonar Moyna Pakhi
Vocal : FA Sumon
Lyrics : Neru
Tune : FA Sumon
Label : FA Sumon
Dhkm
Sonar Moyna Pakhi Bangla Lyrics
সোনার ময়না পাখি আমার
আসমানের ও পরী
তোমার প্রেমে হইছি আমি
সুতো কাটা ঘুড়ি
সোনার ময়না পাখি আমার
আসমানের ও পরী
তোমার প্রেমে হইছি আমি
সুতো কাটা ঘুড়ি
আমি তোমার প্রেমে পাগল
সবই করতে পারি
নিজের হাসি দিয়ে তোমায়
সুখে রাখবো আমি
আমি তোমার প্রেমে পাগল
সবই করতে পারি
নিজের হাসি দিয়ে তোমায়
সুখে রাখবো আমি
সোনার ময়না পাখি আমার
আসমানের ও পরী
তোমার প্রেমে হইছি আমি
সুতো কাটা ঘুড়ি
রক্ত আলতা পায়ে তোমার
হাতে লাল চুরি
মন নিয়ে খেলো তুমি
করো ছলচাতুরী
রক্ত আলতা পায়ে তোমার
হাতে লাল চুরি
মন নিয়ে খেলো তুমি
করো ছলচাতুরী
প্রেমের জালা সয়ে বুকে
ডুব সাতারে ডুবি
সোনার ময়না পাখি আমার
আসমানের ও পরী
তোমার প্রেমে হইছি আমি
সুতো কাটা ঘুড়ি
আগুন হয়ে পোড়াও আমায়
আমি তাতে পুরি
ছলনারই জল ঢালো
আমি ডুবে মরি
আগুন হয়ে পোড়াও আমায়
আমি তাতে পুরি
ছলনারই জল ঢালো
আমি ডুবে মরি
প্রেমের জালা সয়ে বুকে
ডুব সাতারে ডুবি
সোনার ময়না পাখি আমার
আসমানের ও পরী
তোমার প্রেমে হইছি আমি
সুতো কাটা ঘুড়ি
সোনার ময়না পাখি আমার
আসমানের ও পরী
তোমার প্রেমে হইছি আমি
সুতো কাটা ঘুড়ি
আমি তোমার প্রেমে পাগল
সবই করতে পারি
নিজের হাসি দিয়ে তোমায়
সুখে রাখবো আমি
আমি তোমার প্রেমে পাগল
সবই করতে পারি
নিজের হাসি দিয়ে তোমায়
সুখে রাখবো আমি।।
Sonar Moyna Pakhi Bangla Lyrics
Sonar moyna pakhi amar
Asmaner o ghuri
Tomar preme hoichi ami
Suto kata ghuri
Ami tomar preme pagol
Sobi korte pari
Nijer hasi diye tomay
Sukhe rakhbo ami