Soyna Re Jala (সয়না রে জালা) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Soyna Re Jala
Singer : Akash Mahmud
Lyrics : Kangal Murad
Tune & Music : Akash Mahmud
Label : Akash Dream Music
Soyna Re Jala Bangla Lyrics
এক পরানে সয়না রে জালা
এক পরানে সয়না রে জালা
হইলাম আমি অনাত
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
মন মাঝারে থাইকা রে বন্ধু
কাটলায় বৃক্ষের গোড়া
তোমার আমার ছিলো রে বন্ধন
শত জন্মের জোড়া
মন মাঝারে থাইকা রে বন্ধু
কাটলায় বৃক্ষের গোড়া
তোমার আমার ছিলো রে বন্ধন
শত জন্মের জোড়া
সেই আমারে দিয়া রে ফাকি
সেই আমারে দিয়া রে ফাকি
মনে দিলা ঘাত
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
ভিন মানুষে করবেনি আদর
এই আমার মতন
বুকের ভিতর রাখছি জমা
তোমার সৃতি যতন
ভিন মানুষে করবেনি আদর
এই আমার মতন
বুকের ভিতর রাখছি জমা
তোমার সৃতি যতন
অবলা পাসরিয়ারে তুমি
অবলা পাসরিয়ারে তুমি
লুকাইলা হটাৎ
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
নয়া বান্ধব লইয়া রে তুমি
আছো বড় সুখে
মিছে জালায় অশ্রু ঝরে
আমার দুটি চোখে
নয়া বান্ধব লইয়া রে তুমি
আছো বড় সুখে
মিছে জালায় অশ্রু ঝরে
আমার দুটি চোখে
কুল ছাড়িয়া অকুল পাথারে
কুল ছাড়িয়া অকুল পাথারে
ডোবে কাঙ্গাল মুরাদ
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত
আমারে ভুইলায় রইলা রে
তুমি প্রানোনাত, ওগো প্রানোনাত।।