Sudhu Tui Nei Bole (শুধু তুই নেই বলে) Bangla Lyrics By Samz Vai.

 Sudhu Tui Nei Bole (শুধু তুই নেই বলে) Bangla Lyrics By Samz Vai. 

Song : Sudhu Tui Nei Bole

Singer : Samz Vai 

Lyrics : Prosenjit Mondol

Tune & Music : Amit Kar

Label : Agneeva  

Sudhu Tui Nei Bole Bangla Lyrics 

বুকে ব্যাথা চোখে জল 

নিয়ে কতো বল 

করে যাব নিজের সাথে 

ভালো থাকার ছল 

বুকে ব্যাথা চোখে জল 

নিয়ে কতো বল 

করে যাব নিজের সাথে 

ভালো থাকার ছল 

শুধু তুই নেই বলে

বুকের গভীর তলে 

শুধু তুই নেই বলে

কষ্টের আগুন জলে  

মন কাদে নিরবে আমার 

হয়তো জানেনা কেউ 

আমি জানি আমি ভালো নেই

ব্যাথা বারে সৃতিগুলো মনে পরলেই 

হয়তো জানেনা কেউ 

আমি জানি আমি ভালো নেই

ব্যাথা বারে সৃতিগুলো মনে পরলেই 

তোর অভাবে এ হৃদয়ে 

বড় হাহাকার 

শুধু তুই নেই বলে

বুকের গভীর তলে 

শুধু তুই নেই বলে

কষ্টের আগুন জলে  

মন কাদে নিরবে আমার

সপ্নেরা মৃতপ্রায় আশাহত

হয়ে গেছে মন 

বাচতে জীবনে তোকে 

ছিলো প্রয়োজন

সপ্নেরা মৃতপ্রায় আশাহত

হয়ে গেছে মন 

বাচতে জীবনে তোকে 

ছিলো প্রয়োজন

সব ভুলে তুই যদি 

আসতি আবার 

শুধু তুই নেই বলে

বুকের গভীর তলে 

শুধু তুই নেই বলে

কষ্টের আগুন জলে  

মন কাদে নিরবে আমার।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *