Sukh Hoibo Na (সুখ হইবো না) Bangla Lyrics By RA Azmir
Song : Sukh Hoibo Na
Vocal : RA Azmir
Lyrics : Rana & RA Azmir
Music : Sikder Akash
Label : Sikder Music Official
Sukh Hoibo Na Bangla Lyrics
কষ্ট আমায় করছে গিরা
সুখ তো আমার নাই
আমার প্রিয়া চইলা গেছে
নতুন ঠিকানায়
কষ্ট আমায় করছে গিরা
সুখ তো আমার নাই
আমার প্রিয়া চইলা গেছে
নতুন ঠিকানায়
আমারে সে বাসতো ভালো
বইলা ছিলো মুখে
এখন কেন কষ্ট দিয়া
চইলা গেল দূরে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
হাতে হাত রাইখা প্রিয়া
ঘুরতে আমার সাথে
সেই হাতে আজ মদের বোতল
তুমি কার সাথে
হাতে হাত রাইখা প্রিয়া
ঘুরতে আমার সাথে
সেই হাতে আজ মদের বোতল
তুমি কার সাথে
কোনবা অপরাধে প্রিয়া
কইরা গেলা পর
তোর ছলনায় হইলো রে আজ
নেশার বাসর ঘর
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
এই পাগলের বুকটা পোড়ে
তোর লাইগা রে
তুই কেন বুঝিস না প্রিয়া
চইলা গেলি দূরে
এই পাগলের বুকটা পোড়ে
তোর লাইগা রে
তুই কেন বুঝিস না প্রিয়া
চইলা গেলি দূরে
তুইতো প্রিয়া সুখে থাক
অন্যেরই ঘরে
মইরা গেলে আসিস না প্রিয়া
আমায় দেখিতে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে
সুখ হইবো না,সুখ হইবো না
সুখ হইবো না রে
আমার মতো তুইও একদিন
কাদবি বেইমান রে।।
Sukh Hoibo Na Bangla Lyrics
Kosto amay korche gira
Sukh to amar nai
Amar priya coila geche
Notun thikanay
Amare se bashto valo
Boila chilo mukhe
Ekhon keno kosto diya
Coila gelo dure
Sukh hoibo na, sukh hoibo na
Sukh hoibo na re
Amar moto tui o ekdin
Kadbi beiman re