Sukh paibo kobe(সুখ পাইবো কবে) Bangla Lyrics By Purno Milon

Sukh paibo kobe(সুখ পাইবো কবে) Bangla Lyrics By Purno Milon

Song : Sukh paibo kobe

Vocal : Purno Milon

Lyrics : Sheikh Saifullah Rumi

Tune : Mobarak Hossain 

Sukh paibo kobe Bangla Lyrics 

এমন একটা কপাল দিয়া,

পাঠাইলা এই ভবে,

সুখ সহে না এই পরানে

বল সুখ পাইবো কবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

আর কতো কাল 

দুঃখের বোঝা বইবো

এমন করে

সয়না তো আর 

এই জীবনে দয়া কর মোরে

আর কতো কাল 

দুঃখের বোঝা বইবো

এমন করে

সয়না তো আর 

এই জীবনে দয়া কর মোরে,

তুমি থাকতে এই বেদনা, 

তুমি থাকতে এই বেদনা, 

মনে কেন জাগে,

আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

আমার মতো পোড়া কপাল 

নাই বুঝি সংসারে 

দুঃখ আমার জীবন সাথি

বলি আমি কারে,

আমার মতো পোড়া কপাল 

নাই বুঝি সংসারে 

দুঃখ আমার জীবন সাথি

বলি আমি কারে,

সব দুঃখ আমায় দিলা,

সব দুঃখ আমায় দিলা

এই কি বিচার তবে,

আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

আর কতোটা দিবে জালা

সাইফুল রুমির মনে

জালা আমার থামছে নাতো

বাড়ে ক্ষনে ক্ষনে।

আর কতোটা দিবে জালা

সাইফুল রুমির মনে

জালা আমার থামছে নাতো

বাড়ে ক্ষনে ক্ষনে।

এই জনমে আমার কি আর

এই জনমে আমার কি আর,

সুখের দেখা হবে,

আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

এমন একটা কপাল দিয়া,

পাঠাইলা এই ভবে,

সুখ সহে না এই পরানে

বল সুখ পাইবো কবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

 আমার জীবন কি বন্ধু 

এমনি যাবে,

Sukh paibo kobe Bangla Lyrics 

Emon ekta kopal diya 

Pathaila ei vobe

Sukh sohe na ei porane

Bolo sukh paibo kobe

Ar koto kal dukher 

Bojha boibo emon kore

Soyna to ar ei jibone

Doya koro more.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *