Sunglass ( সানগ্লাস ) Bangla Lyrics By Ahmed Souren
Song : Sunglass
Vocal : Ahmed Souren &Samiha Nuzhat Khan
Music : Ahmed Souren
Label : Motion Rock Entertainment
Sunglass Bangla Lyrics
অভাবের এই শহরে
দামী গাড়িতে চড়ে
কত রমণী যে ঘুরে ঘুরে
অভাবের এই শহরে
দামী গাড়িতে চড়ে
কত রমণী যে ঘুরে ঘুরে
তাই আমি সানগ্লাস পরে
কালারফুল দুনিয়া করে
ঘুরি, ফিরি এই শহরে
এই শহরে
অল্প টাকার ফাপরে
জমিদারি কাপড়ে
জানি আমি পাবোনা
তোমাকে এভাবে
অল্প টাকার ফাপরে
প্রেমটা তুমি না করে
কাছে এসে দিয়ে যাও আমায়
তোমার মনটা কে
তোমার মনটা কে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
তোমার খোঁজে
গুলাবি সারাবী আমার মনের শেহজাদী
আমার রূপে পাগল তুমি পাগল তুমি
আমিতো তোমারি প্রেমে পড়তে রাজি
শুধুই তোমার হতে রাজি হতে রাজি
তাই বলে এই ফাপরে
জমিদারি কাপড়ে
টেনে নিয়েও পাবেনা আমাকে এভাবে
অল্প টাকার ফাপরে প্রেমটা তুমি না করে
কাছে এসে দিয়ে যাও আমায়
তোমার মনটা কে
তোমার মনটা কে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
তোমার খোঁজে
তোমার মনটা কে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
তোমার খোঁজে
তোমার মনটা কে
তোমার মনটা কে
Sunglass Bangla Lyrics
Ovaber ei sohore
Dami garite chore
Koto romoni je ghure ghure
Tai ami sunglass pore
Kalarful duniya kore
Ghuri firi ei shohore
Ei shohore
Olpo takar fapore
Dami takar kapore
Jani ami pabona
Tomake evabe