Swapno Bonar Somoy Ekhon Bangla Lyrics By Chamok Hasan.

 Swapno Bonar Somoy Ekhon Bangla Lyrics By Chamok Hasan.

Swapno Bonar Somoy Ekhon Bangla Lyrics By Chamok Hasan.

Song : Swapno Bonar Somoy Ekhon  

Singer : Chamok Hasan

Composition and lyrics : Chamok Hasan

Programming : Shamik Chakravarthy

Directed by : Aritra Mukherjee 

Story and Screenplay : Zinia Sen

Presented by : Nandita Roy and Shiboprosad Mukherjee

Produced by : Windows

Swapno Bonar Somoy Ekhon Song Lyrics In Bengali 

স্বপ্ন বোনার সময় এখন 

ইচ্ছের লাল নীল সুতোর টানে,

স্বপ্ন বোনার সময় এখন 

ইচ্ছের লাল নীল সুতোর টানে,

কল্পনার সুঁয়ে সুতো পরালি 

একটা নীল কমলা ভাবনা খেলে যা, আ 

তারারা রা পা পা,

গল্পটায় ডুবে থাকি সারাদিন 

নিপুন হাত একটু ছবি এঁকে যা, আ 

রাপাপা রা পা পা,

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো 

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো 

তবুও ছুতো খুঁজি কেন কে জানে,

স্বপ্ন বোনার সময় এখন 

ইচ্ছের লাল নীল সুতোর টানে। 

রঙ্গীন আশার রকমারি কাপড়ে 

ঢেকে যায় বিষন্ন কালো মন,

নানা, না না নানা না,

বাহারি নকশা কেটে আনমনে গড়ি 

কত ধরণ কত গড়নের স্বপন 

নানা, না না নানা না,

এরই মাঝে যদি একটা দুটো সত্যি হয়ে যায় 

ভালোলাগার আবেশে ভেসে দেখি,

অপলক মুগ্ধতায়। 

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো 

বেয়াড়া সুতো আঙুলে গুঁতো 

তবুও ছুতো খুঁজি কেন কে জানে,

স্বপ্ন বোনার সময় এখন 

ইচ্ছের লাল নীল সুতোর টানে। 

তারারা রাম পাম পা রা রারি রে .. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *