Sylheti Furi(সিলেটি ফুরি) Bangla Lyrics By Tosiba
Song : Sylheti Furi
Vocal : Tosiba
Lyrics : Nirmal Dash
Tune : Pagol Hasan
Music : Akash Mahmud
Label : TR Music Station
Sylheti Furi Bangla Lyrics
আমি সিলেটি ফুরি
আমার রুপের নাই জুরি
আমি সিলেটি ফুরি
আমার রুপের নাই জুরি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি সিলেটি ফুরি
আমার রুপের নাই জুরি
আমি সিলেটি ফুরি
আমার রুপের নাই জুরি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি কুরা কুরা কথা হই
জানে হজ্ঞলে
রুপে আমার আগুন আছে
লোকে যে বলে
আমি কুরা কুরা কথা হই
জানে হজ্ঞলে
রুপে আমার আগুন আছে
লোকে যে বলে
পারার পদ্দে পদ্দে
আমার নাম রে পডি
পারার পদ্দে পদ্দে
আমার নাম রে পডি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমার কথা কইতে ফুয়ায়
পায় যে অনেক ভয়
আমার কথা হুনলে পরে
করে যে নয় ছয়
আমার কথা কইতে ফুয়ায়
পায় যে অনেক ভয়
আমার কথা হুনলে পরে
করে যে নয় ছয়
বয়স হইছে সবে মাত্র
হইলো যে কুরি
বয়স হইছে সবে মাত্র
হইলো যে কুরি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি সিলেটি ফুরি
আমার রুপের নাই জুরি
আমি সিলেটি ফুরি
আমার রুপের নাই জুরি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি
আমি ইচ্ছামতো পান খাইয়া
ঠোঁট লাল করি।।
Sylheti Furi Bangla Lyrics
Ami sylheti furi
Amar ruper nai juri
Ami sylheti furi
Amar ruper nai juri
Ami iccha moto pan khaiya
Thot lal kori
Ami iccha moto pan khaiya
Thot lal kori
Ami kura kura kotha hoi
Jane hoggole
Rupe amar agun ace
Bole je loke