Taito Ailam Sagore Bangla Lyrics By Tasrif Khan.

 Taito Ailam Sagore Bangla Lyrics By Tasrif Khan.

Taito Ailam Sagore Bangla Lyrics By Tasrif Khan

Song : Taito Ailam Sagore

Vocal, Lyrics & Tune : Tasrif Khan

Ukulele : Tanjeeb Khan

Cajon : Ashik

Percussion : Million, Nur, Masum And Munim 

Location : Saint Martin Island

Taito Ailam Sagore Song Lyrics In Bengali 

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে,

তাই তো আইলাম সাগরে,

তাই তো আইলাম সাগরে। 

এ মন বসেনা শহরে

ইট পাথরের নগরে,

তাইতো আইলাম সাগরে,

তাইতো আইলাম সাগরে।। 

এই সাগর পাড়ে আইসা আমার

মাতাল মাতাল লাগে,

এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়

সুখের পক্ষী ডাকে। 

এই সাগর পাড়ে আইসা আমার

মাতাল মাতাল লাগে,

এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়

সুখের পক্ষী ডাকে। 

পারতাম যদি থাইকা যাইতে

এই সাগরের পাড়ে,

ঝিনুক মালা গাইথা, কাটায়

দিতাম জীবনটা রে। 

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে,

তাই তো আইলাম সাগরে,

তাই তো আইলাম সাগরে। 

মন বসেনা শহরে

ইট পাথরের নগরে,

তাইতো আইলাম সাগরে,

তাইতো আইলাম সাগরে।। 

এই নীল জলেতে ভাসায় দেবো

মনের দুঃখ যতো,

আর জল দিয়া পূরন করিবো

হাজার শুকনো ক্ষত। 

এই নীল জলেতে ভাসায় দেবো

মনের দুঃখ যতো,

আর জল দিয়া পূরন করিবো

হাজার শুকনো ক্ষত। 

পারতাম যদি থাইকা যাইতে

এই সাগরের পাড়ে,

ঝিনুক মালা গাইথা, কাটায়

দিতাম জীবনটা রে। 

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে,

তাই তো আইলাম সাগরে,

তাই তো আইলাম সাগরে। 

মন বসেনা শহরে

ইট পাথরের নগরে,

তাইতো আইলাম সাগরে,

তাইতো আইলাম সাগরে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *