Tal Patate Bashi (তাল পাতাতে বাশি) Bangla Lyrics By Rashedul Islam Shanto
Song : Tal Patate Bashi
Vocal : Rashedul Islam Shanto
Lyrics : Rashedul Islam Shanto
Music : Jami Ul Hasan
Label : AB Media Center
Tal Patate Bashi Bangla Lyrics
চোখের নিচে কালি
বুকটা লাগে খালি
কতো শত রাত্রি কাটে
ঘুমাইতে পাই না
তাল পাতাতে বাশি
খাইয়া আন্দাজেতে হাসি
দিন শেষে দেখি
একটু দুঃখ পোড়াই না
তার ভালোবাসা আমি
করতাম পূজা
ভালোবাসা বানাই গেছে
পিনিকের আজাব
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
প্রতি রাতে জেগে
কতো হিমায় ঘুরাই
যদি তার একটু
কস্ট গুলো বাস্টো করা যায়
নেশার ঘোরে তারে
যদি একটু ভুলে যাই
আমার ঘুমের ঘরে
আইসা আবার সপ্নেতে জালাও
আমায় সে দিয়া গেছে
দোযখের সাজা
তুই হারাইয়া ঠোঁটে
আমার দুখেরই গাজা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
রাত্রি যখন নিঝুম
কেউতো জেগে থাকে না
আমার নেশায় ভরা চোখে
তখন তারই ভাবোনা
আমি ঘুমাই গেলেও মাঝ
রাতে চমকে ওঠে মন
ভাবি পরের সাথে পাষান
তোরই হচ্ছে আলিঙ্গন
আমায় কেন দিয়া গেলি
দোযখের সাজা
তুই হারাইয়া ঠোঁটে
আমার দুখেরই গাজা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
চোখের নিচে কালি
বুকটা লাগে খালি
কতো শত রাত্রি কাটে
ঘুমাইতে পাই না
তাল পাতাতে বাশি
খাইয়া আন্দাজেতে হাসি
দিন শেষে দেখি
একটু দুঃখ পোড়াই না
তার ভালোবাসা আমি
করতাম পূজা
ভালোবাসা বানাই গেছে
পিনিকের আজাব
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা
আমার লাল কলিজা
কেন কইরাছে কালা।।
Tal Patate Bashi Bangla Lyrics
Chokher niche kali
Bukta lage khali
Koto shoto ratri kate
Ghumaite pai na
Tal patate basi
Khaiya andajete hasi
Din sese dekhi
Ektu dukho porai na