Tar Cheye Mene Nao Bangla Lyrics By Shayan.
Tar Cheye Mene Nao Bangla Lyrics By Shayan.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Tar Cheye Mene Nao ( তার চেয়ে মেনে নাও) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Tar Cheye Mene Nao ( তার চেয়ে মেনে নাও) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Tar Cheye Mene Nao ( তার চেয়ে মেনে নাও) গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song Name : Tar Cheye Mene Nao
গান : তার চেয়ে মেনে নাও
Singer(s) : Shayan
Tune / Music : Shayan
Lyricist : Shayan
Music Label : Gaan Baksho Music
Release On : 2023-02-25
Tar Cheye Mene Nao Lyrics in Bengali
তোমার সাথে হেঁটে এতখানি পথ
আবার নতুন করে খুঁজব কাকে
(তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে) – ২
তোমার সঙ্গে আজ এসে এতদূর
এতদিনে ভেঙ্গে গ্যাছে কিছু মোহ তাই
নিজেকে প্রশ্ন করি হাত ধরে কার
পড়ে থাকা পথ টুকু পাড়ি দিতে চাই
তোমারও ভেঙ্গেছে জানি স্বপ্নিল মন
আমি ও হেরেছি খুবই একই সে খেলায়
পড়ন্ত বিকেলেরও যাই যাই ভাব
তুমি আমি কাকে খুঁজি এই অবেলায়
(তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে) – ৩
আবার প্রথম থেকে চেনাজানা আর
বাছাবাছি শেষ হলে তারে দাও মন
এমন ও তো হতে পারে সেও শেষমেশ
রইল না থাকলো না মনের মতন
জীবনের বাকি আছে কতটুকু আর
একই সে আঘাত যদি ঘুরে আসে ফের
তার চেয়ে নিজেদেরই সাজাই আবার
এখন ও তো ভালোবাসা বাকি আছে ঢের
(তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে) – ২