Thako Tumi Sukhe(থাকো তুমি সুখে) Bangla Lyrics By Samz Vai. Eid Special Bangla Song 2022..
Song : Thako Tumi Sukhe
Singer : Samz Vai
Tune & Music : Samz Vai
Lyrics : JA Anik
Label : Lutfor Rahman Emu
Thako Tumi Sukhe Bangla Lyrics
তারে পাওয়ার সাধ থাকিলেও,
পাওয়ার সাধ্য নাই
যারে আমি আপন ভাবি
সেতো ভাবে নাই (x২)
বুক ফেটে যায় কান্না আসে
বালিস ভিজে যায়,
আমার কান্না তে নাকি তার
কিছু আসে যায়
মন ভেঙ্গে যদি সুখ মেলে,
তুমি থাকোই সুখে।
আমার কথা ভেবে কেনো
তোমার সুখ হারাবে(x২)
তোমার আশা স্বপ্ন পূরণে আমি
খেটেছি দিন রাত।
সেই তোমারি হাতে আজ
অন্যেরই হাত(x২)
হাঁসি মুখে থাকি বলে,
আমি কি সুখে আছি।
ভেতর আমার যাচ্ছে জলে,
আজো তোমায় ভালোবাসি।
মন ভেঙ্গে যদি সুখ মিলে,
তুমি থাকোই সুখে।
আমার কথা ভেবে কেনো
তোমার সুখ হারাবে (x২)
কত কাছ থেকে দেখি তোমায়,
তবু, মনের সাধ মেটে না।
আয়না তে ও নিজের মুখ টা
ততো দিন দেখি না (x২)
মায়ার টানে যদি আসতে চাও,
আসিও ফিরে।
আমার বেহায়া মনটা তোমায়,
ডাকে বারে বারে।
মন ভেঙ্গে যদি সুখ মিলে,
তুমি থাকোই সুখে।
আমার কথা ভেবে তুমি
কেনো তোমার সুখ হারাবে। (x৩)