Tobuo Bahana( তবুও বাহানা) Bangla Lyrics By Samz Vai
Song : Tobuo Bahana
Vocal : Samz Vai
Lyrics : Nurealom Mamun
Tune : Samz Vai
Music : Ali Mustafa
Label : Blive Music Station
Tobuo Bahana Bangla Lyrics
আজও সেই সকাল আসে
বিনিদ্র রাত শেষে
ঘুম ঘুম দুটি চোখে
তোকে শুধু চায় যে
আজও সেই সকাল আসে
দেয়ালের ওই পাশে
সব বাধা ভেঙে মন
ছুটে যেতে চায় তার কাছে
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
কতো যে গোধূলি বিকেল অপেক্ষাতে তোর
এই বুঝি তুই এলি নিয়ে মনের খোজ
যত বাধা যত রাজ দিধা আর ভয়
হাজারো বিকেল যে তোর নিয়ে শংসয়
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
হৃদয়ে কাটা তার কি যেন হয়
আজ বুঝি মনটাও চোখ বুঝে রয়
নতুন পৃথিবী আজ নতুন সপন
তবু তোর কাছে পরে থাকে এই মন
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
আজও সেই সকাল আসে
বিনিদ্র রাত শেষে
ঘুম ঘুম দুটি চোখে
তোকে শুধু চায় যে
আজও সেই সকাল আসে
দেয়ালের ওই পাশে
সব বাধা ভেঙে মন
ছুটে যেতে চায় তার কাছে
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়
তবু্ও বাহানায় সৃতিরও জানালায়
বারে বারে তোর ছবি মনে ভেসে যায়।।
Tobuo Bahana Bangla Lyrics
Ajo sei sokal ase
Binidro rat sese
Ghum ghum duti chokhe
Toke shudhu cay je
Ajo sei sokal ase
Deyaler oi pase
Sob badha bhenge mon
Chute jete cay tar kache