Tokei Valobashi (তোকেই ভালোবাসি) Bangla Lyrics By AP Shuvo। Romeo Juliet Bangla Natok.
Song : Tokei Valobashi
Vocal : AP Shuvo & Anindita
Lyrics : Johny Haque
Tune : Naved Parvez
Label : Cinemawala Music
Tokei Valobashi Bangla Lyrics
তোকে ভালোবাসি
কি করে বোঝাই
বুঝে নে দিবানিশি
তোকে কতো চাই
থাকা যায়না যায়না
মনে রাখা যায়না যায়না
তোকে ছাড়া মন কিছু
চায়না চায়না
ভাবা যায়না যায়না
ক্ষন ভাবা যায়না যায়না
ভালোবাসার টানে
চলে আয়না আয়না
তোকে ভালোবাসি
কি করে বোঝাই
বুঝে নে দিবানিশি
তোকে কতো চাই
তোকে ভালোবাসি
কি করে বোঝাই
বুঝে নে দিবানিশি
তোকে কতো চাই
থাকা যায়না যায়না
মনে রাখা যায়না যায়না
তোকে ছাড়া মন কিছু
চায়না চায়না
ভাবা যায়না যায়না
ক্ষন ভাবা যায়না যায়না
ভালোবাসার টানে
চলে আয়না আয়না
তোকে যদি সূর্য কিরন
আলতো ছুয়ে রাঙায়
আমায় পাবি সেই আলোতে
প্রেম জড়ানো মায়ায়
থাকা যায়না যায়না
মনে রাখা যায়না যায়না
তোকে ছাড়া মন কিছু
চায়না চায়না
তোকে যদি বৃষ্টি ভেজায়
আমায় খুজিস মেঘে
দূরে গেলে হয় অসহায়
তোর নাম আবেগে
তোকে ভালোবাসি
কি করে বোঝাই
বুঝে নে দিবানিশি
তোকে কতো চাই
তোকে ভালোবাসি
কি করে বোঝাই
বুঝে নে দিবানিশি
তোকে কতো চাই
থাকা যায়না যায়না
মনে রাখা যায়না যায়না
তোকে ছাড়া মন কিছু
চলে আয়না আয়না
ভাবা যায়না যায়না
ক্ষন ভাবা যায়না যায়না
ভালোবাসার টানে
চলে আয়না আয়না।।
Tokei Valobashi Bangla Lyrics
Toke valobashi
Ki kore bojhai
Bujhe ne dibanishi
Toke koto chai
Thaka jay na jay na
Mone rakha jayna jayna
Toke chara mon kichu
Cay na cay na