Tomake (তোমাকে) Bangla Lyrics By Arfin Rumey। Mayay Theko Bangla Natok.
Song : Tomake (তোমাকে)
Vocal : Arfin Rumey
Lyrics : Zahid Akbar
Music : Arfin Rumey
Label : Cinemawala Music
Tomake Hariye Felechi Bangla Lyrics
তোমাকে হারিয়ে ফেলেছি
জনমও ভিটার অতল জলে
জনমও ভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে
ধান উড়ানো মাটির তলে
তোমায় দেখবো বলে
দুচোখ পথের ধারে
তোমায় বেধেছি আমি
ঘুরে ফিরে মন তারে
আমার বুকের গভীরে
তোমার কথাই বলে
তোমাকে হারিয়ে ফেলেছি
জনমও ভিটার অতল জলে
জনমও ভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে
ধান উড়ানো মাটির তলে
তোমায় লিখে রেখেছি
অচিন গাছের ছালে
তোমায় শুধু ডেকেছি
বারে বারে বে খেয়ালে
তোমার জন্য পুড়েছি গো
চোখ জোড়া ছলছলে
তোমাকে হারিয়ে ফেলেছি
জনমও ভিটার অতল জলে
জনমও ভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে
ধান উড়ানো মাটির তলে।।
Tomake Hariye Felechi Bangla Lyrics
Tomake Hariye Felechi
Jonomo Vitar Otol Jole
Tomake Choriye Esechi
Dhan Urano Matir Tole
Tomay Dekhbo Bole
Duchokh Pother Dhare
Tomay Bedechi Ami
Ghure Phire Mon Tare
Amar Buker Gobhire
Tomar Kothai Bole