Tomake Na Pete Pete (তোমাকে না পেতে পেতে) New Bangla Natok Song Lyrics By Rehaan Rasul & Farnaz Alam. New Bangla Natok Bebodhan By Arfan Nisho.
Song : Tomake Na Pete Pete
Singer : Rehaan Rasul & Farnaz Alam
Lyrics : Shomeshwar Oli
Tune & Music : Sajid Sarker Cinematography : Raju Raj & Sumon Hossain
Edit : Moyukh Bary
Color: Ashraful Alam
Drama : Bebodhan
Direction : Mizanur Rahman Aryan
Label : Central Music and Video
Tomake Na Pete Pete Bangla Lyrics
চোখে মেঘের আনাগোনা
শত বরষার গল্প গোনা
কিছু একা কিছু ভিড়ে
নেই দেখা পিছু ফিরে
আজ স্মৃতির জল্পনা
আর কোন ব্যথা নেই
আদিখ্যেতা ও নেই
তোমাকে না পেতে পেতে
ও প্রেম সয়ে গেছে
তোমাকে না পেতে পেতে
সব দ্বেস সয়ে গেছে (২)
ব্যথা অভিমান মিলে
যে পাহাড় গেছে ভেঙ্গে
ধুসর হয়ে থাকা
সে গেছে দূরে
রোদে ভেজা গাঙচিলে
স্মৃতির নিরব মিছিলে
তুমি কি আছ
তুমি কি ছিলে
আর কোন ব্যথা নেই
আদিখ্যেতা ও নেই
তোমাকে না পেতে পেতে
ও প্রেম সয়ে গেছে
তোমাকে না পেতে পেতে
সব দ্বেস সয়ে গেছে (২)
চোখে মেঘে আনাগোনা,
শত বরষার গল্প গোনা
কিছু একা কিছু ভিড়ে
নেই দেখা পিছু ফিরে
আজ স্মৃতির জল্পনা
আর কোন ব্যথা নেই
আদিখ্যেতা ও নেই
তোমাকে না পেতে পেতে
ও প্রেম সয়ে গেছে
তোমাকে না পেতে পেতে
সব দ্বেস সয়ে গেছে (২)