Tomar Gaye Benaroshi(তোমার গায়ে বেনারশী) Bangla Lyrics By Rayhan Rafi

Tomar Gaye Benaroshi(তোমার গায়ে বেনারশী) Bangla Lyrics By Rayhan Rafi

Song : Tomar Gaye Benaroshi

Vocal : Rayhan Rafi 

Lyrics : Rayhan Rafi 

Music : Sikder Akash 

Label : Sikder Music Official 

 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Tomar Gaye Benaroshi Bangla Lyrics 

নিয়তির ওই কঠিন খেলায় 

হেরে গেছি আমি 

সার্থ খুঁজে বদলে গেলে 

পাল্টে গেলে তুমি 

চার দেয়ালের অন্ধকারে 

নিঃশব্দহীন বন্ধ ঘরে 

তোমায় খুজে বেড়ায় 

আমার অবুজ পাগল মন 

ভালোবাসা হলো মিছে

কইবো আমি কাহার কাছে

তুমি হিনা কে আর আছে

এই ভূবনে আপন

তোমার গায়ে বেনারশী 

আমার গায়ে কাফন

তুমি যাইবা পরের বাড়ি

আমায় দিবে দাফন 

তোমার বাড়ি সারি সারি 

গাড়ি দেখতে পাই

আমার বাড়ি আমার দুঃখে

কান্দে রে সবাই

কি আর হবে বেচে থেকে 

যা হবার তা হয়ে গেছে

ডাইনে খুজি বায়ে খুজি

তোমারে না পাই বন্ধু

আছো শুধু অনুভবে

হাত রাখো অন্যের হাতে

আমি পাগল শুধু শুধু 

সপ্ন দেখে যাই

তোমার গায়ে বেনারশী 

আমার গায়ে কাফন

তুমি যাইবা পরের বাড়ি

আমায় দিবে দাফন 

তোমার বাড়ি সারি সারি 

গাড়ি দেখতে পাই

আমার বাড়ি আমার দুঃখে

কান্দে রে সবাই

থাকতে চাই না ওই শহরে 

যেই শহরে তোমার ছায়া

রাখতে চাইনা ওই জীবনটা

যেই জীবনে তোমার মায়া

নতুন সাজে নতুন রুপে

আছো তুমি অন্যের ঘরে 

একবারও কি ভাবো বন্ধু 

তুমি হীনা যাব মরে

তোমার গায়ে বেনারশী 

আমার গায়ে কাফন

তুমি যাইবা পরের বাড়ি

আমায় দিবে দাফন 

তোমার বাড়ি সারি সারি 

গাড়ি দেখতে পাই

আমার বাড়ি আমার দুঃখে

কান্দে রে সবাই

তোমার গায়ে বেনারশী 

আমার গায়ে কাফন

তুমি যাইবা পরের বাড়ি

আমায় দিবে দাফন 

তোমার বাড়ি সারি সারি 

গাড়ি দেখতে পাই

আমার বাড়ি আমার দুঃখে

কান্দে রে সবাই।। 

Tomar Gaye Benaroshi Bangla Lyrics

Niyotir oi kothin khelay 

Here gechi ami

Shartho khuje bodle gele

Palte gele tumi

Char deyaler ondhokare bondho ghore

Nishobdho hin bondho ghore

Tomay khuje beray 

Amar obuj pagol mon

Valobasa holo miche

Koibo ami kahar kache

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *