Tomar Ghore Boshot Kore(তোমার ঘরে বসত করে) Bangla Lyrics Krishnendu Mandal
Tomar Ghore Boshot Kore(তোমার ঘরে বসত করে) Bangla Lyrics Krishnendu Mandal
Song : Tomar Ghore Boshot Kore
Vocal : Krishnendu Mandal
Lyrics : Zahid Khan
Music : Pijush Chakraborty
Label : Ap Music
Tomar Ghore Boshot Kore Bangla Lyrics
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন
ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
Tomar Ghore Boshot Kore Bangla Lyrics
Tomar Ghore Bash Kore kara o mon jano na
Tomar ghore bosot kore koy jona mon jano na
“Ekjone chobi anke ek mone
Aar ek jone bose bose rong makhe
O abar sei chobi khan nosto kore kon jona
Tomar ghore bosot kore koyjona mon jano na
Ek jone sur toley ek taare
Aar ekjone mondirate taal tole
Ros khaiya hoiya matal
Oi dekho haat foske jaay ghorar lagam”