Tomar Jonno ( তোমার জন্য) Bangla Lyrics By Rehaan Rasul & Abanti Sithi.
Tomar Jonno ( তোমার জন্য) Bangla Lyrics By Rehaan Rasul & Abanti Sithi.
Song: Tomar Jonno
Drama : Kothay Khuji Tare
Lyrics : M A Alam Shuvo
Singer : Rehaan Rasul & Abanti Sithi
Tune And Music: Rezwan Sheikh
Director : Mahmud Mahin
Dop : Kamrul Islam Shubho
Producer : Tanvir Mahmood Opu
Label : Sultan Entertainment
Produced and Distributed by : Sultan Entertainment
Tomar Jonno Lyrics In Bengali
কুয়াশা পেরিয়ে এলো যে রোদ্দুর
তুমি এসে রাঙালে আমার ভুবন।
তোমাকে নিয়ে হারাবো বহুদূর
ভয় নেই পাশে আছি আমি এখন।
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য,
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য।
বলোনা বলোনা তুমি এমন কথা
ভালোবেসে রেখেছি বুকে মাথা।
ভেবোনা ভেবোনা তুমি করোনা ভয়
আমার জীবন জুড়ে সবই তুমি ময়।
তোমায় নিয়ে যাবো
দূরের পথ হারাবো,
দিন মেঘলা হোক, আমি রাখবো চোখ
আড়াল হবেনা কখনও।
তোমার হাসির মাঝে প্রেম লুকানো আছে
পাশে থাকলে তুমি, নির্ভয়ে আমি
ভালোবেসে পাগলামি করি এখনও।
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য,
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য।
বলোনা বলোনা তুমি এমন কথা
ভালোবেসে রেখেছি বুকে মাথা।
ভেবোনা ভেবোনা তুমি করোনা ভয়
আমার জীবন জুড়ে সবই তুমি ময়।
তোমার মনের শহরে
আমি রোজ আসি ঘুরে,
রং কল্পনার, মন মতো আমার
সাজিয়ে রাখি বুকের কোনে।
তোমার মন পাহারায় আমি থাকতে চাই
আমিও তো জানি তুমি অভিমানী,
তোমায় নিয়ে মন স্বপ্ন বুনি।
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য,
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য।
বলোনা বলোনা তুমি এমন কথা
ভালোবেসে রেখেছি বুকে মাথা।
ভেবোনা ভেবোনা তুমি করোনা ভয়
আমার জীবন জুড়ে সবই তুমি ময়।