Tomar Kheyal (তোমার খেয়াল) Bangla Lyrics By Tahsin। Last Love Drama. Mushfiq R Farhan.
Song : Tomar Kheyal
Vocal : Tahsin Ahmed
Lyrics : MA Alam Shuvo
Music : Tahsin Ahmed
Label : CMV
Tomar Kheyal Bangla Lyrics
ভিজে একা বুকের ক্ষতটা
ভিশন ব্যাথা লাগে
তোমার আমার সরু পথটা
ভাবতো দুই ভাবে
মন চাইছে কাছে যেতে
মাঝে এক অদৃশ্য দেয়াল
ভুলতে চেয়েও হয়নি ভোলা
সাবধানে তোমার খেয়াল
তোমার খেয়াল
হটাৎ করে সব আরালন
ঝরে গেল ফুল
তোমায় দিয়ে এলাম
আমার সব ভুল
কিযে ছিলাম কি পেলাম
ছিলেনা ভাগ্য রেখায়
সৃতি ধরে হাটি একা
মন চাইছে কাছে যেতে
মাঝে এক অদৃশ্য দেয়াল
ভুলতে চেয়েও হয়নি ভোলা
সাবধানে তোমার খেয়াল
তোমার খেয়াল
ভিজে একা বুকের ক্ষতটা
ভিশন ব্যাথা লাগে
তোমার আমার সরু পথটা
ভাবতো দুই ভাবে
মন চাইছে কাছে যেতে
মাঝে এক অদৃশ্য দেয়াল
ভুলতে চেয়েও হয়নি ভোলা
সাবধানে তোমার খেয়াল
তোমার খেয়াল।।
Tomar Kheyal Bangla Lyrics
Bhijhe eka buker khotota
Vishon betha lage
Tomar amar soru pothta
Vabto dui bhabe
Mon chaiche kache jete
Majhe ek odrisho deyal
Bhulte ceyeo hoyni bhola
Sabdhane tomar kheyal
Tomar kheyal