Tomar Nam Likhe Dao (তোমার নাম লিখে দাও) Bangla Lyrics By Sabina Yasmin.

 Tomar Nam Likhe Dao (তোমার নাম লিখে দাও) Bangla Lyrics By Sabina Yasmin.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Tomar Nam Likhe Dao গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Tomar Nam Likhe Dao  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Tomar Nam Likhe Dao  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।।

Song Name :  Tomar Nam Likhe Dao

গান :  তোমার নাম লিখে দাও

Singer(s) :  Sabina Yasmin

Tune / Music :  Alam Khan

Lyricist :  Moniruzzaman Monir

Music Label :  Anupam

Star Cast :  Naim and Shabnaz

Release On :  2021-03-02

Tomar Nam Likhe Dao Lyrics in Bengali

(তোমার নাম লিখে দাও) – ২

কালির আঁচড়ে নয়

রক্তেরই অক্ষরে 

তোমার নাম লিখে দাও

সাদা কাগজে নয়

ব্যথা ভরা অন্তরে

তোমার নাম লিখে দাও 

(এত বেশী ভালবাসি বলে) – ২

বিনিময়ে অবহেলা দিলে

কাছে পেয়ে চেনো না তো

চির চেনা বন্ধুরে

তোমার নাম লিখে দাও

কালির আঁচড়ে নয়

রক্তেরই অক্ষরে

তোমার নাম লিখে দাও 

(আরো যদি সুখী হতে একা) – ২

দেব না তো কোনদিনও দেখা

তুমি আছ তুমি রবে

চিরদিনই বুক জুড়ে 

তোমার নাম লিখে দাও

কালির আঁচড়ে নয়

রক্তেরই অক্ষরে

তোমার নাম লিখে দাও

সাদা কাগজে নয়

ব্যথা ভরা অন্তরে

তোমার নাম লিখে দাও 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *