Tomar Obhabe( তোমার অভাবে) Bangla Lyrics By Avraal Sahir & Konal। Candy Crush Bangla Natok By Apurbo & Mehazabien.
Song : Tomar Obhabe
Vocal : Avraal Sahir & Konal
Lyrics : MA Alam Shuvo
Music : Avraal Sahir
Label : CMV
Tomar Obhabe Bangla Lyrics
কানে কানে কানাকানি
আজ হোক জানা জানি
তোমার আমার শুরু টা
দিন রাত এক করে
তোমার হাত ধরে
থাকবো জুরে পুরোটা
এভাবে শুরু গল্পটা
তোমার জানি অল্পটা
এভাবে শুরু গল্পটা
তোমার জানি অল্পটা
মন বাধা পরেছে
তোমার মায়ায়
এলোমেলো লাগে তোমার অভাবে
মিশে গেছি আমি তোমার স্বভাবে
এলোমেলো লাগে তোমার অভাবে
মিশে গেছি আমি তোমার স্বভাবে
ছুয়ে যাওয়া চোখের পাতায়
সপ্নেরা আকে হাত ছানি
মন আমার তোমার মায়ায়
বাঁধা পরেছে জানি
ছুয়ে যাওয়া চোখের পাতায়
সপ্নেরা আকে হাত ছানি
মন আমার তোমার মায়ায়
বাঁধা পরেছে জানি
ঊড়ে যাওয়া তোমার চুলে
হারিয়ে যাই আমি
তোমার হাসি ভালোবাসি
আর তোমার পাগলামি
এভাবে শুরু গল্পটা
তোমার জানি অল্পটা
এভাবে শুরু গল্পটা
তোমার জানি অল্পটা
মন বাধা পরেছে
তোমার মায়ায়
এলোমেলো লাগে তোমার অভাবে
মিশে গেছি আমি তোমার স্বভাবে
এলোমেলো লাগে তোমার অভাবে
মিশে গেছি আমি তোমার স্বভাবে।।
Tomar Obhabe Bangla Lyrics
Kane kane Hok Kanakani
Ajj Hok jana jani
Tomar amar shuru ta
Din raat ek kore
Tomar haat Dhore
Thakbo jure puro ta
Evabe shuru golpo ta,
Tomar jani olpo ta
Evabe shuru golpo ta,
Tomar jani olpo ta.