Tomar Porajoy (তোমার পরাজয়) Bangla Lyrics By Akash Mahmud
Song : Tomar Porajoy
Vocal : Akash Mahmud
Lyrics : Rashidul Hassan Chand
Label : Folk Song Music Tv
Tomar Porajoy Bangla Lyrics
আমি আর কতো বার হারলে বলো
তোমার হবে জয়
আমি আর কতো বার হারলে বলো
তোমার হবে জয়
হেরেছি আমি শত বার
হেরেছি আমি শত বার
তবু কেন দেখি তোমার পরাজয়
তবু কেন দেখি তোমার পরাজয়
জয়ের নেশায় তুমি রয়েছো বিভোর
নাওনি কখনো আমার মনেরই খবর
শোন নি কথা তুমি দিয়েছো ব্যাথা
তোমার বিরহ আমারে কাদায়
কেন দেখি তোমার পরাজয়
তবু কেন দেখি তোমার পরাজয়
অভিনয়ে জিতেছো বন্ধু তুমি
ভালোবেসে শুধু হেরেছি আমি
জানি একদিন খুজবে তুমি
হাজারো লোকের ভিড়ে পাবেনা আমায়
কেন দেখি তোমার পরাজয়
তবু কেন দেখি তোমার পরাজয়
তোমার সুখে আমি সুখী হতে চাই
মনের মরন হলে কি বা আসে যায়
চাদের জীবনে প্রেম নাইবা হলে
সুখ যেন তোমাকে না জানায় বিদায়
কেন দেখি তোমার পরাজয়
তবু কেন দেখি তোমার পরাজয়
কেন দেখি তোমার পরাজয়
তবু কেন দেখি তোমার পরাজয়।।
Tomar Porajoy Bangla Lyrics
Ami ar koto bar harle bolo
Tomar hobe joy
Ami ar koto bar harle bolo
Tomar hobe joy
Herechi ami shoto bar
Herechi ami shoto bar
Tobu keno dekhi tomar porajoy
Tobu keno dekhi tomar porajoy
Joyer neshay tumi royecho bivor
Nao ni kokhono amar moneri khobor