Tomar Preme Hobo Pagol(তোমার প্রেমে হবো পাগল) Bangla Lyrics By F A Sumon & Maya

Tomar Preme Hobo Pagol(তোমার প্রেমে হবো পাগল) Bangla Lyrics By F A Sumon & Maya 

Song : Tomar Preme Hobo Pagol 

Vocal : F A Sumon & Maya

Lyric : Maya

Music : F A Sumon

Label : F A Sumon Official

 

Tomar Preme Hobo Pagol Bangla Lyrics 

মন কিছু বলতে চায়

তুমি শুনবে কি?

তোমায় প্রেম দিতে চায়

তুমি নেবে কি? 

সব কথা কি বলে দিতে হয় ?

কিছু কথা যে বুঝে নিতে হয়

আমিও ভালোবাসি শুধু তোমায়

শুধু যে তোমায়

মন কিছু বলতে চায়

তুমি শুনবে কি?

তোমায় প্রেম দিতে চায়

তুমি নেবে কি?

তোমায় নিয়ে আমি হারিয়ে যাব

তোমার আছে কি মানা বলো

আছে কি মানা

তোমার প্রেমে আমি হব পাগল তাতে

কিসের মানা শোনো কিসের মানা

তোমায় নিয়ে আমি হারিয়ে যাব

তোমার আছে কি মানা বলো

আছে কি মানা

তোমার প্রেমে আমি হব পাগল তাতে

কিসের মানা শোনো কিসের মানা

তোমায় পাবো আমি আপন করে আগে

ছিলোনা জানা আগে ছিলোনা জানা

মন কিছু বলতে চায়

তুমি শুনবে কি?

তোমায় প্রেম দিতে চায়

তুমি নেবে কি?

এ হৃদয়ে আমি একে নিলাম আজ

তোমারি ছবি শুধু তোমারি ছবি

যেওনা ভুলে আমায় কোন দিন তুমি

ঝড় আসে যদি কভু ঝড় আসে যদি 

এ হৃদয়ে আমি একে নিলাম আজ

তোমারি ছবি শুধু তোমারি ছবি

যেওনা ভুলে আমায় কোন দিন তুমি

ঝড় আসে যদি কভু ঝড় আসে যদি

যাবো না ভুলে তোমায় কোনদিন

কথা দিলাম তোমায় কথা দিলাম

মন কিছু বলতে চায়

তুমি শুনবে কি?

তোমায় প্রেম দিতে চায়

তুমি নেবে কি?

মন কিছু বলতে চায়

তুমি শুনবে কি?

তোমায় প্রেম দিতে চায়

তুমি নেবে কি?।। 

Tomar Preme Hobo Pagol Bangla Lyrics 

Mon kichu bolte cay

Sudhu sunbe ki

Tomay prem dite cay

Tumi nebe ki

Sob kotha ki bole dite hoy

Kichu kotha je bujhe nite hoy

Amio bhalobasi sudhu tomay

Sudhu je tomay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *