Tomar Preme Porchi Na ( তোমার প্রেমে পড়ছি না) Bangla Song Lyrics By Rehaan Rasul.
Tomar Preme Porchi Na ( তোমার প্রেমে পড়ছি না) Bangla Song Lyrics By Rehaan Rasul.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Tomar Preme Porchi Na গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Tomar Preme Porchi Na গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Tomar Preme Porchi Na গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Tomar Preme Porchi Na
Drama : Pasher Basar Sundori
Singer : Rehaan Rasul
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Label : Studio ProtuneBD
Tomar Preme Porchi Na Song Lyrics
তোমার প্রেমে
পড়তে চেয়েও পড়ছি না,
ধরতে চেয়েও
হাত সরাচ্ছি ধরছি না।
হায় তোমার প্রেমে
পড়তে চেয়েও পড়ছি না,
ধরতে চেয়েও
হাত সরাচ্ছি ধরছি না।
যেভাবে আছি সেভাবে থাকছি
একই আকাশ দুজন দেখছি,
রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি
সাগরের জলে গা ডুবাচ্ছি,
তবু একই নৌকায় উঠছি না,
না না না না
একই নৌকায় উঠছি না।
হায় তোমার প্রেমে
পড়তে চেয়েও পড়ছি না,
ধরতে চেয়েও
হাত সরাচ্ছি ধরছি না।।
স্বপ্ন দেখছি রঙ মাখাচ্ছি
ভালোবাসার কবিতা লিখছি,
বাইরে দুজন তুমুল হাসছি
বিরহে দুচোখ ভাসাচ্ছি।
অভিযোগের দেয়াল তুলছি
অনুরাগে আবার আমি ভাঙছি,
সংশয়ে আড়াল হয়ে থাকছি
মনে মনে তোমাকে চাইছি,
তবু মুখে কিছু বলছি না,
না না না না
মুখে কিছু বলছি না।
হায় তোমার প্রেমে
পড়তে চেয়েও পড়ছি না,
ধরতে চেয়েও
হাত সরাচ্ছি ধরছি না।।