Tomar Premer Bondore(তোমার প্রেমের বন্দরে) Bangla Lyrics By Ahmmed Humayun
Song : Tomar Premer Bondore
Vocal : Ahmmed Humayun & Antora Rahman
Lyrics : Ronzu Reza
Music : Ahmmed Humayun.
Label : CMV Music
Tomar Premer Bondore Bangla Lyrics
তোমার প্রেমের বন্দরে
চিঠি লিখেছি কাঁঠ নঙ্গরে
তুমি পড়ে নিয়ে রোদ্দুরে
কিছুটা সভাবই খুব ঘোরে
আমার গল্প কো লাজে
হঠাৎ তুমি এলে জে
কেন স্বপ্ন হাওয়াতে অবেলাই
ঠিক এমনই আলাপে দিক হারাই
এ মন তোমাকে চাই
একা চলার রাস্তা নেই
তুমি ছাড়া আস্থা নেই
তাই তোমায় সাদি দু’পা
হাটিতে চাই
সারাদিনের ইচ্ছেতে
চিন্তারা ডুব দিচ্ছে যে
আরে ভাবছি যে বসে কত.
যে তোমায়
আমার গল্প কো লাজে
হঠাৎ তুমি এলে জে
কেন স্বপ্ন হাওয়াতে অবেলাই
ঠিক এমনই আলাপে দিক হারই
এ মন তোমাকে চাই
তোমার মনের ভেতরে
তোমায় হৃদয় প্রহরে
আমি নিজেকে রেখে,
বাঁচতে চাই
কল্পনারই এক দেশে
যাচ্ছি তোমায় আবেশে
আমি তোমায় নিয়ে,
পৃথিবী সাজায়
আমার গল্প কো লাজে
হঠাৎ তুমি এলে জে
কেন স্বপ্ন হাওয়াতে অবেলাই
ঠিক এমনই আলাপে দিক হারই
এ মন তোমাকে চাই।।
Tomar Premer Bondore Bangla Lyrics
Tomar premer bondore
Cithi likhechi kath nongore
Tumi pore niyo roddure
Kichu sobhabe khub ghore
Amar golpo ko lage
Hathat tumi ele je
Keno Shopno abohelai
Thik emone alape dik harai
E mon tomake cai.