Tomar Premer Pothik Premi (তোমার প্রেমের পথিক প্রেমী) Bangla Lyrics By Samz Vai.

 Tomar Premer Pothik Premi (তোমার প্রেমের পথিক প্রেমী) Bangla Lyrics By Samz Vai. 

Tomar Premer Pothik Premi (তোমার প্রেমের পথিক প্রেমী) Bangla Lyrics By Samz Vai.

Song : Tomar Premer Pothik Premi

Singer : Samz Vai & Tafsir Saran 

Lyrics & Tune : Tafsir Saran 

Music : Samz Vai 

Label : TAA Music Label 

Tomar Premer Pothik Premi Bangla Lyrics 

তুমি এই চিত্রপটে যন্ত্রণা না

চোখে আকা যালা 

তুই শ্রাবণের  গান না 

আকাশের ওই তারা 

তুই অদৃশ্য অরন্যের বেশে

পুতুল পুতুল খেলা 

দেহের অতীত ক্রোধের বানী

ক্ষনে ক্ষনে জালা

আমার সাজের বেলায় কেন 

হলো কালোর মেলা 

তোমার সন্ধ্যে সাজাই নিলা 

কারে পরাই মালা 

তোমার প্রেমের পথিক প্রেমী 

আমি যে দেওয়ানা 

মনের নিখিল প্রানের প্রীতি 

তবু কেন একা 

নীলচে কাচে রাখবো তোর ওই 

শহরটাকে ঢেকে 

আমার দুচোখ ভিজুক না হয় 

ঝাপসা মেঘের শোকে 

তুই বাধনহারা মেঘের ধনী 

স্রোতের পিপাসা 

হৃদয় বনের দক্ষিন বাকা

বিনিদ্র লালসা 

তুই সরব কুলের পেখম মেলা 

পিসাছি বিলাসি 

ভয়ংকর স্তব্ধ নীশি 

উদাস সরসী

আমার সাজের বেলায় কেন 

হলো কালোর মেলা 

তোমার সন্ধ্যে সাজাই নিলা 

কারে পরাই মালা 

তোমার প্রেমের পথিক প্রেমী 

আমি যে দেওয়ানা 

মনের নিখিল প্রানের প্রীতি 

তবু কেন একা 

নীলচে কাচে রাখবো তোর ওই 

শহরটাকে ঢেকে 

আমার দুচোখ ভিজুক না হয় 

ঝাপসা মেঘের শোকে

তুই শশান ঘাটের পোড়া লাশের 

কাছেও কেন দোষী 

কবরে ওই পোকা লাশের 

করুন বিসৃতি 

তুই হৃদয় ভুমির মধ্যখানের

আসল কোন সৃতি 

হাসির মাঝে শুন্য করা 

অসুভ রাজনীতি 

আমার সাজের বেলায় কেন 

হলো কালোর মেলা 

তোমার সন্ধ্যে সাজাই নিলা 

কারে পরাই মালা 

তোমার প্রেমের পথিক প্রেমী 

আমি যে দেওয়ানা 

মনের নিখিল প্রানের প্রীতি 

তবু কেন একা 

নীলচে কাচে রাখবো তোর ওই 

শহরটাকে ঢেকে 

আমার দুচোখ ভিজুক না হয় 

ঝাপসা মেঘের শোকে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *